ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে বর্ষসেরার দৌড়ে এগিয়ে সাকিব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ২৮ নভেম্বর ২০১৯

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

Ekushey Television Ltd.

তিন তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সংশ্লিষ্টকে না জানানোর কারণে বর্তমানে ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন টাইগার তারকা সাকিব আল হাসান। এর প্রেক্ষিতে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে র‌্যাঙ্কিংয়ের তিন ফরম্যাট থেকেই বাদ দিয়েছে আইসিসি। কিন্তু সাকিবের অর্জনগুলো কি আর মুছে দেয়া সম্ভব! তাইতো ভারতের বর্ষসেরা খেলোয়াড় পুরুষ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন সাকিব!

ইংল্যান্ডে অনুষ্ঠিত গত বিশ্বকাপে আট ম্যাচ খেলে দুই সেঞ্চুরি, পাঁচ হাফসেঞ্চুরিতে ৬০৬ রান করেন সাকিব। আর বল হাতে নিয়েছেন ১১টি উইকেট। বিশ্বকাপের এই আসরে তাক লাগানো পারফরম্যান্স দেখানো সেই সাকিবকে এবার যোগ্য সম্মানই জানাচ্ছে ভারত। ভারত আর্মির আন্তর্জাতিক বর্ষসেরা খেলোয়াড় পুরুষ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন।

যদিও এই তালিকায় সাকিবের সঙ্গে আরও আছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো বেন স্টোকস, অ্যাশেজে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত পারফর্ম করা স্টিভেন স্মিথ ও গত বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। 

দীর্ঘ সময়ে ধরেই বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত করে পুরস্কার দিয়ে আসছে ভারত আর্মি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোল পোস্টের মাধ্যমে সমর্থকদের ভোটে মনোনীতদের মধ্য থেকে সেরা নির্বাচিত করা হবে।

তবে ইতোমধ্যে (২৮ নভেম্বর) ৭৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন সাকিব আল হাসান। যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেন স্টোকস পেয়েছেন ১২ শতাংশ ভোট। ভোট গ্রহণ চলবে আগামী পাঁচ দিন পর অর্থাৎ আগামী ৩ ডিসেম্বর ভোট শেষে ঘোষণা করা হবে সেরা খেলোয়াড়ের নাম। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি