ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফিফা র‌্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ২৯ নভেম্বর ২০১৯

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে তিনধাপ পিছিয়ে তারা ১৮৭তম স্থানে চলে গেছে। পয়েন্ট হারিয়েছে পাঁচটি।

এর আগে গত মাসে র‌্যাঙ্কিংয়ে ৯২০ পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে ১৮৪তম স্থানে উঠেছিল লাল-সবুজের জার্সিধারীরা।

প্রকাশিত এবারের তালিকায় সেরা দশে ঢোকেনি নতুন কোনও দেশ। আগের অবস্থানেই আছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আর্জেন্টিনা।

আর দশের বাইরে থাকা দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও জার্মানির উন্নতি হয়েছে। দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে ইউরো বাছাইপর্বে দারুণ ছন্দে থাকা ইতালি। এক ধাপ এগিয়ে ১৫তম স্থানে আছে জার্মানি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি