ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নতুন বছরেই টেনিস কোর্টে ফিরছেন সানিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ২৯ নভেম্বর ২০১৯

অবশেষে অবসর ছেড়ে টেনিস কোর্টে ফিরছেন সানিয়া মির্জা। মাতৃত্বকালীন বিরতি থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন এই ভারতীয় টেনিস তারকা।

২০২০ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া হোবার্ট ইন্টারন্যাশনাল দিয়ে কোর্টে ফেরার ঘোষণা টেনিস সুন্দরীর। দ্বৈত টেনিসে জুটি বাঁধবেন ইউক্রেনের নাদিয়া কিচোনেকের সঙ্গে।

বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অনুরাগীদের আশ্বস্ত করে এই খবর জানিয়েছেন বেগম মির্জা নিজেই।

এ সময় সানিয়া বলেন, এর পাশাপাশি আগামী মাসে মুম্বাইতে আমি ২৫ হাজার মার্কিন ডলার আর্থিক পুরস্কারমূল্যের একটি টুর্নামেন্টেও অংশগ্রহণ করছি। তবে বিষয়টি এখন ৫০-৫০ অবস্থায়। কব্জির অবস্থা কেমন থাকে সেটা বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে হোবার্ট এবং অস্ট্রেলিয়ান ওপেনে নিশ্চিতভাবে অংশগ্রহণ করছি।

২০১৭ সালের অক্টোবরে চীন ওপেনে সর্বশেষ টেনিস কোর্টে দেখা গিয়েছিল সানিয়াকে। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছেন এই টেনিস খেলোয়ার। গত বছর পুত্রসন্তান জন্ম দিয়েছেন সানিয়া।

একে// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি