ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারী যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৭, ৩০ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৯:২৪, ৩০ নভেম্বর ২০১৯

ট্রিপল সেঞ্চুরির পর ওয়ার্নার

ট্রিপল সেঞ্চুরির পর ওয়ার্নার

এডিলেডে স্বাগতিক অস্ত্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম দিবা-রাত্রির গোলাপি বলের টেস্ট খেলতে নেমেছে পাকিস্তান। যেখানে ব্যাট করতে নেমে অপরাজিত ৩৩৫* রানের এক অনন্য ইনিংস খেলেছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। যে ইনিংস খেলেই তিনি নাম লিখিয়েছেন টেস্ট ক্রিকেটে সর্বকালের শীর্ষ ১০ স্কোরারের তালিকায়। 

তবে অনেকেই বলছেন, অজি অধিনায়ক টিম পেইন ইনিংস ঘোষণা না করলে হয়তো ব্রায়ান লারার চারশ রান টপকে যেতেন ওয়ার্নার। তবে যেটা হয়নি সেটা নিয়ে চর্চা করে তো লাভ নেই।

তবে, অনবদ্য এই ইনিংস খেলার পথে ৩৯টি চার মারার পাশাপাশি ওয়ার্নার ছক্কা হাঁকিয়েছেন মাত্র একটি। যাতে সহজেই অনুমেয়, কতটা সহনশীল আর নিয়ন্ত্রিত ক্রিকেট খেলেছেন ওয়ার্নার। 

তাহলে এবার আসুন দেখে নেয়া যাক, টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ১০ স্কোরারের তালিকা-

৪০০*- ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) -ইংল্যান্ডের বিপক্ষে, সেন্ট জনস, ২০০৪
৩৮০- ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া) -জিম্বাবুয়ের বিপক্ষে, পার্থ, ২০০৩
৩৭৫- ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) -ইংল্যান্ডের বিপক্ষে, সেন্ট জনস, ১৯৯৪
৩৭৪- মাহেলা জয়াবর্ধেনে (শ্রীলঙ্কা) -দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, কলম্বো, ২০০৬
৩৬৫*- গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ) -পাকিস্তানের বিপক্ষে, কিংস্টন, ১৯৫৮
৩৬৪ - লেন হুটন (ইংল্যান্ড) -অস্ট্রেলিয়ার বিপক্ষে, ওভাল, ১৯৩৮
৩৪০ - সনৎ জয়সুরিয়া (শ্রীলঙ্কা) -ভারতের বিপক্ষে, কলম্বো ১৯৯৭
৩৩৭ - হানিফ মোহাম্মদ (পাকিস্তান) -ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ব্রিজ টাউন, ১৯৫৮
৩৩৬ - ওয়ালি হ্যামন্ড (ইংল্যান্ড) -নিউজিল্যান্ডের বিপক্ষে, অকল্যান্ড, ১৯৩৩
৩৩৫*- ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) -পাকিস্তানের বিপক্ষে, এডিলেড, ২০১৯

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি