ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৃত্যুকূপে পর্তুগাল-ফ্রান্স-জার্মানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইউরোপ সেরার মুকুট ধরে রাখার মিশনে এবার একই গ্রুপে থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে তিন জায়ান্ট। তারা হলো- বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, দ্বিতীয় সর্বোচ্চ বিশ্বকাপজয়ী জার্মানি ও বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল।

শনিবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ইউরো ২০২০ এর ড্র অনুষ্ঠিত হয়। সেখানে গ্রুপ ‘এফ’ এর এই তিন জায়ান্টের সঙ্গে থাকবে প্লে-অফে টিকে থাকা আরেকটি দল। এরই মধ্যে ফুটবল বোদ্ধারা গ্রুপ ‘এফ’ কে মৃত্যুকূপ বলে জানিয়ে দিয়েছেন।

ইউরোপের ১২ দেশের ১২টি শহরে হতে যাওয়া প্রতিযোগিতাটির ষোড়শ আসর শুরু হবে আগামী বছরের ১২ জুন। ২৪ দলের অংশগ্রহণে মাসব্যাপী এই ফুটবল-যজ্ঞের পর্দা নামবে ১২ জুলাই, ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনাল দিয়ে।

এদিকে, এবারের ইউরো বাছাইয়ে ১০ ম্যাচের সবকটিতে জেতা ইতালির সঙ্গে ‘এ’ গ্রুপে আছে তুরস্ক, ওয়েলস ও সুইজারল্যান্ড। ‘বি’ গ্রপে আছে গত বিশ্বকাপের আয়োজক রাশিয়া, বেলজিয়াম, ডেনমার্ক আর ফিনল্যান্ড। গ্রুপ ‘সি’তে আছে নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া ও প্লে-অফ ‘ডি’ জয়ী।

আর ‘ডি’ গ্রুপে দারুণ ছন্দে থাকা হ্যারি কেইনের ইংল্যান্ডের সঙ্গী গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক ও প্লে-অফ ‘সি’ জয়ী। ‘ই’ গ্রুপে সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গী সুইডেন, পোল্যান্ড ও প্লে-অফ ‘বি’ জয়ী। আর গ্রুপ অব ডেথ খ্যাতি পাওয়া ‘এফ’ গ্রুপে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি এবং প্লে অফ ‘এ’ জয়ী।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি