ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

লা লিগায় শীর্ষে রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ১ ডিসেম্বর ২০১৯

লা লিগায় জয়ের ধারা বজায় রেখেছে রিয়াল মাদ্রিদ। সার্জিও রামোস-দানি কারভাহালের গোলে দেপার্তিভো আলাভেসের বিপক্ষে দারুণ জয় পেয়েছে দলটি। এতে লিগে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে লস ব্ল্যাঙ্কোসরা।

শনিবার আলাভেসের মাঠে ২-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। আর এ জয়ে তারা পেছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে।

রিয়ালকে প্রথমার্ধে হতাশা উপহার দিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে অপেক্ষা শেষ হয় রিয়ালের।

টনি ক্রসের ফ্রি-কিকে দারুণ হেডে ১-০ করে যান রামোস। দলকে এগিয়ে দিলেও তার দোষেই আলাভেস ১-১ করে। বক্সে বিশ্রীভাবে স্ট্রাইকার জোসেলুকে কনুই দিয়ে আঘাত করেন রামোস। পেনাল্টি থেকে ম্যাচের ৬৫তম মিনিটে ১-১ করেন লুকাস পেরেজ। চার মিনিটের মধ্যে রিয়াল আবার এগিয়ে যায়। লুকা মদরিচের কর্নার থেকে ইস্কো হেড করলে বল পোস্টে লেগে কারভাহালের পায়ে পড়ে। তিনি জয়ের গোল করতে ভুল করেননি।

ম্যাচের বাকিটা সময় স্কোরলাইনে আর কোনও পরিবর্তন হয়নি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।

এ জয়ে রিয়ালের ১৪ ম্যাচে পয়েন্ট ৩১। বার্সেলোনার পয়েন্ট ২৮। লিওনেল মেসিরা একটা ম্যাচ কম খেলেছেন। রিয়াল জেতায় বার্সার চাপ বেড়ে গেল। কারণ আজ রোববার তাদের খেলা আতলেটিকো মাদ্রিদের সঙ্গে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি