ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জানুয়ারিতে ভারতীয় দলের ঠাঁসা ক্রীড়াসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ১ ডিসেম্বর ২০১৯

চলতি ডিসেম্বর মাসে বেশ ম্যাচ খেলতে হবে না বিরাট কোহলির দলকে। কিন্তু জানুয়ারি মাসে ঠাঁসা ক্রীড়াসূচি রয়েছে ভারতীয় দলের। ২০২০-র প্রথম মাসেই তিন দেশের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। ডিসেম্বর ও জানুয়ারি মাসের হিসাব করলে ভারতীয় দল খেলবে মোট ১৬টি ম্যাচ। চার দেশের বিরুদ্ধে। ক্রিকেট থেকে চোখ সরাবার অবসর নেই তাদের!

চলতি মাসে ওয়েস্ট ইন্ডিদের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। দুই ফরম্যাটে তিনটি করে ম্যাচ খেলবেন কোহলিরা। অর্থাৎ, চলতি মাসে ভারতীয় দল খেলবে ছটি ম্যাচ।

৬ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ খেলতে নামবে বিরাট বাহিনী। জানুয়ারি মাসে ভারতীয় দলের ক্রিকেট অভিযান শুরু হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলে।

জানুয়ারির প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা দল ভারতে ফিরবে। ভারত ও শ্রীলঙ্কা ছ’দিনে তিনটি টি-২০ ম্যাচ খেলবে। এর পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। অজিদের বিরুদ্ধে কোহলির দল ছ’দিনে তিনটি একদিনের ম্যাচ খেলবে। এর পর ভারতীয় দল নিউজিল্যান্ড উড়ে যাবে।

জানুয়ারি মাসে ভারত-নিউজিল্য়ান্ড চারটি টি-২০ ম্যাচ খেলবে। ফেব্রুয়ারিতে দুই দল ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় দলের ক্রীড়াসূচি-

৬.১২.২০১৯- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০

৮.১২.২০১৯- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০

১১.১২.২০১৯- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০

১৫.১২.২০১৯- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ

১৮.১২.২০১৯- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ

২২.১২.২০১৯- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ

০৫.০১.২০২০- শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০

০৭.০১.২০২০- শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০

১০.০১.২০২০- শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-২০

১৪.০১.২০২০- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ

১৭.০১.২০২০- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ

১৯.০১.২০২০- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ

২৪.০১.২০২০- নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০

২৬.০১.২০২০- নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০

২৯.০১.২০২০- নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০

৩১.০১.২০২০- নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-২০

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি