ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেসি জাদুতে শীর্ষে বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ২ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৬:৪৪, ২ ডিসেম্বর ২০১৯

গোল উদযাপনে মেসি

গোল উদযাপনে মেসি

Ekushey Television Ltd.

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার হাইভোল্টেজ ম্যাচে পুরোটা সময় বার্সেলোনার সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। কিন্তু শেষ পর্যন্ত মেসির কাছে পরাস্ত হলো দিয়েগো সিমিওনের শিষ্যরা।

রোববার দিবাগত রাত ২টায় শুরু হওয়া এই ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা।

ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে শুরু থেকে শিরোপা প্রত্যাশী দুই দলের লড়াই উত্তেজনা ছড়ালেও মিলছিল না কাঙ্খিত গোলের দেখা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ৮৭তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন লিওনেল মেসি।

বাকি সময়ে পার্থক্য গড়তে পারেনি কেউ। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। আর এ জয়ে রিয়ালকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো কাতালান জায়ান্টরা।

এ জয়ে ১৪ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৩১। বার্সার সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোলগড়ে পিছিয়ে দুইয়ে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। আর আসরে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া অ্যাতলেটিকো মাদ্রিদ ১৫ ম্যাচে ৬ জয় ও ৭ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের ৬ নম্বরে। আর ৩০ পয়েন্ট থাকা সেভিয়া তিনে।

একে/এনএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি