ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আইপিএলের নিলামে আছেন ৬ বাংলাদেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ৩ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৭:১৪, ৩ ডিসেম্বর ২০১৯

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় প্রথমবারের মতো বসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। আগামী ১৯ ডিসেম্বর বসতে যাওয়া এ নিলামে থাকবে ৯৭১ ক্রিকেটারের নাম।

বিসিসিআই জানিয়েছে, নিলামে ৯৭১ জন ক্রিকেটারের মধ্যে ৭১৩ জন ভারতীয় আর বাকি ২৫৮ জন বিদেশি ক্রিকেটার।

এ নিলামে বাংলাদেশ থেকে রয়েছেন ৬ ক্রিকেটার। আর ১৯ জনের নাম রয়েছে আফগানিস্তান থেকে। এছাড়া অস্ট্রেলিয়ার ৫৫, ইংল্যান্ডের ২২, নেদারল্যান্ডসের ১, নিউজিল্যান্ডের ২৪, দক্ষিণ আফ্রিকার ৫৪, শ্রীলঙ্কার ৩৯, যুক্তরাষ্ট্রের ১, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, জিম্বাবুয়ের ৩ জন ক্রিকেটার রয়েছেন।

গত শনিবার ছিল আইপিএলে ক্রিকেটারদের নাম নিবন্ধনের শেষ দিন। আর ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৯ ডিসেম্বরের মধ্যে সংক্ষিপ্ত তালিকা জমা দিতে হবে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি