ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে স্বর্ণজয়ী প্রিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ৪ ডিসেম্বর ২০১৯

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বর্ণজয়ী মারজানা আক্তার প্রিয়া। তিনি এস এ গেমসে মেয়েদের কুমি অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রিয়ার কোচ জসিম উদ্দিন। তিনি তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দলগত কুমির সেমিফাইনাল লড়াইয়ে নামে বাংলাদেশ। বাংলাদেশ দলে ছিলেন হুমায়রা আক্তার অন্তরা, মারজানা আক্তার প্রিয়া, ও মাউনজেরা বন্যা। প্রথম ম্যাটে নামেন বন্যা। তিনি আহত হয়েও ৮-৪ ব্যবধানে জিতে ম্যাট ছাড়েন।

দ্বিতীয় ম্যাটে নামেন প্রিয়া। শুরুতেই শ্রীলঙ্কার বান্দারা তার পেটে আঘাত করেন। তাতে শুরুতেই চিকিৎসা নিতে হয়। এরপর বান্দারা তার মুখে আঘাত করে। ঠোঁট ফেটে রক্ত বেরোয়। তবু আশা ছাড়েননি। লড়াই চালিয়ে যান তিনি। কিন্তু একপর্যায়ে ঠিকই জ্ঞান হারান।

ভেন্যুতে উপস্থিত ডাক্তাররা নানা চেষ্টা করেও তার জ্ঞান ফেরাতে ব্যর্থ হওয়ায় অ্যাম্বুলেন্সে পাশের হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি