ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গান গাইলেন ধোনি, ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ৫ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৫:৪০, ৫ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

নিয়মিত আলোচনায় আছেন মাহেন্দ্র সিং ধোনি। তবে এবার ধোনি কোনও ক্রিকেটীয় কারণে নয়, আলোচনায় এসেছেন গান গেয়ে!

স্ত্রী সাক্ষীর জন্মদিনের পার্টিতে অন্যভূমিকায় দেখা গেল ক্যাপ্টেন কুলকে। পার্টিতে গায়ক ধোনিকে পাওয়া গেল। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে।

মেজাজেই রয়েছেন মাহি। পাঞ্জাবি গায়ক ও অভিনেতা জেসি গিলকে সেই পার্টিতে নিমন্ত্রণ করেছিলেন। সবাই মিলে বেশ হুল্লোড় করেছেন। এমনকি সেই পার্টিতে গানও করেছেন ধোনি।

ধোনির গলায়... যব কই বাত বিগাড় যায়ে... গানটি রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়। তবে এই প্রথমবার নয়। এর আগে সেনা ছাউনিতেও গান করতে দেখা গেছে এমএসডিকে।

ধোনির গানের প্রতিভার সঙ্গে তো পরিচয় হয়ে গেল। কিন্তু তার আসল যে কাজ, ক্রিকেট খেলা-সেটির খবর কী? অবসর নাকি ভারতীয় দলে ধোনির কামব্যাক? জল্পনা চলছেই। তবে আইপিএলে যে মাহিকে আবার ব্যাট হাতে দেখা যাবে সেটা নিয়ে সন্দেহের অবকাশ নেই।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি