ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

এসএ গেমস

হাসপাতালে বাংলাদেশের দুই অ্যাথলেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ৫ ডিসেম্বর ২০১৯

দক্ষিণ এশিয়া গেমসে (এসএ গেমস) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অ্যাথলেট জহির রায়হান ও আবু তালেব। ফাইনালে অংশ নিতে পারবেন না এই দুই অ্যাথলেট।

বৃহস্পতিবার ৪০০ মিটার স্প্রিন্টের হিট শেষে হঠাৎ অসুস্থ হয়ে পরেন দুজন। উচ্চতাজনিত কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাদের।

স্টেডিয়াম থেকে দ্রুত হাসপাতালে নিয়ে অক্সিজেন দেওয়া হয় এই দুই অ্যাথলেটকে। কিছুটা সুস্থ হলেও ফাইনালে অংশ নিতে পারবেন না বলছেন চিকিৎসকরা।

অসুস্থ হওয়ার আগে প্রথম হিটে ৪৮ দশমিক ২০ সেকেন্ডে দৌড় শেষে দ্বিতীয় হয়েছেন জহির। দ্বিতীয় হিটে চতুর্থ হয়েছেন আবু তালেব।

একে// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি