ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের আরেক স্বর্ণ জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ৭ ডিসেম্বর ২০১৯

নেপালের পোখারায় অনুষ্ঠিত এসএ গেমসে শ‌নিবার মে‌য়ে‌দের ভারোত্তোলনে ৭৬ কে‌জি ওজন শ্রে‌ণি‌তে স্বর্ণ জি‌তে‌ছেন বাংলাদেশের মা‌বিয়া আক্তার সীমান্ত। তিনি হা‌রি‌য়ে‌ছেন শ্রীলঙ্কার প্রিয়া‌ন্থি‌কে। মা‌বিয়ার এ অর্জনে পঞ্চম স্বর্ণ জয় করলো বাংলাদেশ। 

এরআগে ২০১৬ সালে ভারতের গোয়াহাটিতে এশিয়ান গেমসে স্বর্ণ জিতেছিলেন মাবিয়া আক্তার সীমান্ত। সে সময় বাংলাদেশের জাতীয় সংগীত শুনে কেঁদে আলোচিত হ‌য়ে‌ছি‌লেন ভারোত্তোলক মা‌বিয়া আক্তার সীমান্ত। পদক গ্রহ‌ণের সময় তার ডুক‌রে কাঁদার ভি‌ডিও ভাইরাল হ‌য়ে‌ছিল। আবা‌রও পদ‌কের মঞ্চে সবার ওপ‌রে দাঁড়া‌নোর সু‌যোগ পেলেন তি‌নি। 

প্রসঙ্গত, চলমান দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে এ পর্যন্ত পঞ্চম স্বর্ণ জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ। 

গত মঙ্গলবার একদিনেই জেতা তিনটি স্বর্ণই এসেছে কারাতে ইভেন্ট থেকে। কারাতে এককে মেয়েদের অনূর্ধ্ব-৬১ কেজি কুমিতে দিনের তৃতীয় স্বর্ণ জয় করেন হুমায়রা আক্তার। এর আগে ৫৫ কেজি কুমিতে দিনের দ্বিতীয় স্বর্ণ এনে দেন মারজান আক্তার পিয়া। পিয়ার আগে দিনের প্রথম স্বর্ণ পদক জিতেছিলেন কুমিল্লার মোহাম্মদ আল আমিন ইসলাম।

এর আগে গত সোমবার এসএ গেমসে প্রথম স্বর্ণ বাংলাদেশকে এনে দিয়েছিলেন তায়কোয়ান্দোর দীপু চাকমা। তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে সোনার হাসি হাসেন রাঙামাটির দিপু। সে সঙ্গে স্বর্ণের তালিকায় নাম উঠে যায় বাংলাদেশের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি