সপ্তম স্বর্ণ জয় করলেন ফাতেমা
প্রকাশিত : ১৬:০৩, ৭ ডিসেম্বর ২০১৯
নেপালের পোখারায় অনুষ্ঠিত এসএ গেমসে বাংলাদেশের ঝুলিতে আসছে একের পর এক স্বর্ণ। আজ (শনিবার) একদিনেই বাংলাদেশের ঝুলিতে এলো তিনটি স্বর্ণ। ভারোত্তলনে মাবিয়া আক্তার সীমান্ত এবং জিয়ারুল ইসলামের পর এবার স্বর্ণের পদক জিতেছেন ফাতেমা মুজিব।
ফেন্সিং ডিসিপ্লিনে মেয়েদের একক সাবরে ইভেন্টে বাংলাদেশের পক্ষে দিনের তৃতীয় ও সবমিলিয়ে সপ্তম স্বর্ণ পদকটি জিতেছেন ফাতেমা মুজিব।
তার আগে আজ (শনিবার) দিনের প্রথম স্বর্ণ জেতেন ভারোত্তোলনের মাবিয়া আক্তার সীমান্ত। মেয়েদের ৭৬ কেজি শ্রেণিতে তার স্বর্ণ জয়ের মাধ্যমে ঘুচে তিন দিনের অপেক্ষা।
মাবিয়ার পর একই ডিসিপ্লিনের পুরষ এককে ৯৬ কেজি শ্রেণিতে সর্বোচ্চ সাফল্য লাভ করেন জিয়ারুল হক।
এরআগে গত মঙ্গলবার একদিনেই জেতা তিনটি স্বর্ণই এসেছে কারাতে ইভেন্ট থেকে। কারাতে এককে মেয়েদের অনূর্ধ্ব-৬১ কেজি কুমিতে দিনের তৃতীয় স্বর্ণ জয় করেন হুমায়রা আক্তার। এর আগে ৫৫ কেজি কুমিতে দিনের দ্বিতীয় স্বর্ণ এনে দেন মারজান আক্তার পিয়া। পিয়ার আগে দিনের প্রথম স্বর্ণ পদক জিতেছিলেন কুমিল্লার মোহাম্মদ আল আমিন ইসলাম।
গত সোমবার এসএ গেমসে প্রথম স্বর্ণ বাংলাদেশকে এনে দিয়েছিলেন তায়কোয়ান্দোর দীপু চাকমা। তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে সোনার হাসি হাসেন রাঙামাটির দিপু। সে সঙ্গে স্বর্ণের তালিকায় নাম উঠে যায় বাংলাদেশের।