ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল ক্যারিবীয়রা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫, ৯ ডিসেম্বর ২০১৯

ভারতের সঙ্গে টি-২০ সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। তিরুঅনন্তপুরমে ভারতের গড়ে তোলা ইনিংস অনায়াসে টপকে যায় ক্যারিবীয়রা৷

রোববার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে৷

জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায় ক্যারিবিয়ানরা৷ এতে মুম্বাইয়ে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ কার্যত ফাইনালের রূপ নেয়৷

এদিন, ভারতের হয়ে ম্যাচে অনবদ্য ব্যাটিং করেন নবাগত অল-রাউন্ডার শিবম দুবে৷ তাকে তিন নম্বরে ব্যাট করতে পাঠায় টিম ম্যানেজমেন্ট৷ দুবে ৩০ বলে ৫৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন৷ তিনি ৩টি চার ও ৪টি ছক্কা মারেন৷ ঋষভ পন্ত ৩টি চার ও ১টি ছক্কার সাহায্য ২২ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন৷

এছাড়া, রোহিত শর্মা ১৫, লোকেশ রাহুল ১১, বিরাট কোহলি ১৯, শ্রেয়স আইয়ার ১০, রবীন্দ্র জাদেজা ৯ ও ওয়াশিংটন সুন্দর ০ রান করে আউট হন৷ দীপক চাহার ১ রানে অপরাজিত থাকেন৷ উইলিয়ামস ও ওয়ালস ২টি করে উইকেট নেন৷ ১টি করে উইকেট দখল করেন কটরেল, পিয়ের ও হোল্ডার৷

লক্ষ তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন লেন্ডল সিমন্স৷ ৪৫ বলের অপরাজিত ইনিংসে তিনি ৪টি চার ও ৪টি ছক্কা মারেন৷ এভিন লুইস আউট হন ৩৫ বলে ৪০ রান করে৷ তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন৷ সিমরন হেটমায়ার ৩টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন৷ নিকোলাস পুরান অপরাজিত থাকেন ১৮ বলে ৩৮ রান করে৷ তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন৷

ভারতের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা৷ ম্যাচের সেরা হয়েছেন সিমন্স৷ ম্যাচের বিরাট কোহলি দুরন্ত একটি ক্যাচ নিলেও একটি করে ক্যাচ ছেড়েছেন ওয়াশিংটন সুন্দর, ঋষভ পন্ত ও শ্রেয়স আইয়ার৷ ওয়াশিংটনের হাত থেকে জীবন দান পেয়ে ওয়েস্ট ইন্ডিকে জয় এনে দেন সিমন্স৷

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি