ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নতুন রেকর্ড লেস্টারের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ৯ ডিসেম্বর ২০১৯

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা আটটি ম্যাচ জিতে নতুন ক্লাব রেকর্ড স্থাপন করল লেস্টার সিটি৷ অ্যাস্টন ভিলাকে তাদের ঘরের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত করে দ্য ফক্সেস খ্যাত দলটি৷

প্রতিপক্ষের মাঠে জোড়া গোল করেন জেমি ভার্ডি, যিনি দলের শেষ আটটি জয়েই প্রধান ভূমিকা পালন করেন৷ লিগে টানা আটটি ম্যাচেই গোল করলেন ৩২ বছর বয়সী ব্রিটিশ ফুটবলার৷

অ্যাস্টনের বিরুদ্ধে ম্যাচে লেস্টারের হয়ে অপর দু’টি গোল করেন কেলেচি ইহানাচো ও জনি ইভান্সের৷ লেস্টার ম্যাচের দুই অর্ধে ২টি করে গোল করে৷ ভিলার হয়ে প্রথমার্ধের সংযোজিত সময়ে একমাত্র গোলটি করেন জ্যাক গ্রেলিস৷

এই জয়ের সুবাদে লেস্টার লিগ টেবিলে দ্বিতীয় স্থান আরও মজবুত করে৷ ১৬ ম্যাচে তাদের সংগ্রহে রয়েছে ৩৮ পয়েন্ট৷ ঘাড়ে নিঃশ্বাস না ফেললেও শীর্ষে থাকা লিভারপুলকে লেস্টার চাপে রাখল সন্দেহ নেই৷

লিভারপুল ১৬ ম্যাচে সংগ্রহ করেছে ৪৬ পয়েন্ট৷ অর্থাৎ দু’দলের মধ্যে ব্যবধান রয়েছে ৮ পয়েন্টের৷ তৃতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটির (৩২) থেকে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছে ভার্ডিরা৷

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি