ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঢাকায় পা রেখেই অনুশীলনে হার্সেল গিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ১০ ডিসেম্বর ২০১৯

রাত পোহালেই শুরু হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত বঙ্গবন্ধু বিপিএল। ইতিমধ্যে শেষ হয়েছে সবধরনের প্রস্তুতি। এখন শুধু বল মাঠে গড়ানোর পালা। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরে ইতিমধ্যে প্রায় সব দলের কোচ পা রেখেছেন ঢাকায়, কেউবা খেলোয়াড়দের নিয়ে অনুশীলনেও যোগ দিয়েছেন। 

এবার ঢাকায় পৌঁছেছেন সিলেট থান্ডারের হেড কোচ দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি খেলোয়াড় হার্সেল গিবস। সোমবার বাংলাদেশে পৌঁছান সাবেক এ প্রোটিয়ান ব্যাটসম্যান। 

জানা গেছে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় মিরপুরের একাডেমি মাঠে খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছেন তিনি। পুরো আসরে সিলেট থান্ডার থাকবে তার তত্ত্বাবধানে। ম্যাচের একদিন আগে হেড কোচকে সঙ্গে পেয়ে বেশ উচ্ছ্বসিত খেলোয়াড়রা। 

আগামিকাল বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট থান্ডারের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের আসরের বল মাঠে গড়াবে। দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি। 

দিনের অন্য ম্যাচে  সন্ধ্যা ৫টা ২০ মিনিটে দিবারাত্রির ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি হবে রংপুর রেঞ্জার্স।

এর আগে গত রোববার (৮ ডিসেম্বর) জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে ঘিরে বিপিএলের এই বিশেষ আসরের (বঙ্গবন্ধু বিপিএল) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি