চট্টগ্রামকে ১৬৩ রানের টার্গেট সিলেটের
প্রকাশিত : ১৫:২৪, ১১ ডিসেম্বর ২০১৯
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৬৩ রানের টার্গেট দিয়েছে সিলেট থান্ডার্স। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬২ রান সংগ্রহ করেছে সিলেট থান্ডার্স।
ওয়ানডাউনে নেমে ৪৮ বলে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন মোহাম্মদ মিথুন। ৩০ বলে ব্যক্তিগত অর্ধশত পূরণ করেন তিনি।
৬১ রানে ৩ উইকেট হারিয়ে রানের চাকা থমকে গিয়েছিল সিলেট থান্ডার্সের। সেখান থেকে ধীরে ধীরে এগিয়ে যান মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন। একপর্যায়ে দারুণ মেলবন্ধন গড়ে ওঠে তাদের মধ্যে। ফলে রানের চাকাও বনবন করে ঘুরতে থাকে দলটির।
এর আগে বুধবার দুপুরে হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচে খেলছেন না দলটির নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে দলের হয়ে টস করতে নামেন রায়াদ এমরিত। টসভাগ্যে জিতে যান তিনি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
রায়াদ এমরিত (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস, নাসির হোসেন, রায়ান বার্ল, নুরুল হাসান সোহান, চাদউইক ওয়ালটন, রুবেল হোসেন, নাসুম আহমেদ, মুক্তার আলী।
সিলেট থান্ডার্স
মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), জনসন চার্লস, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু, এবাদত হোসেন, ক্রিসমার সান্তোকি, নাবিন উল হক ও জীবন মেন্ডিস।
এসএ/