ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীর কাছে ধুকছে সিলেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ১৩ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৫:১৬, ১৩ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বিপিএলের বিশেষ আসরে প্রথম দুই দিনে আগে ফিল্ডিং করা দল জয়ের মুখ দেখেছে। সে আলোকেই নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী রয়্যালস।

হয়তো সেদিকেই যাচ্ছে আসরের পঞ্চম ম্যাচ। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে দুপুরে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হলেও, পথ হারাতে বসেছে সিলেট থান্ডার। 

দলীয় ৩৫ রানের মাথায় ওপেনার রনি তালুকদারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রাজশাহী দলপতি আন্ড্রে রাসেল। ৬ রান যোগ করতেই চার্লেসের স্ট্যাম্প ভাঙেন অলক কাপালি। তার পরের ওভারেই জীবন মেন্ডিসকে ফেরান জাতীয় দলের সাবেক এই লেগ স্পিনার। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করেছে মোসাদ্দেক হোসেনের দল। 

এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে রাত ৭টায় ঢাকা প্লাটুনের মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়ার্স। রাজশাহীর কাছে হেরে ব্যাকফুটে থাকা মাশরাফিদের বিপক্ষে ম্যাচেও জয় পেতে চায় কুমিল্লা। 

আসরের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে ১০৫ রানের বিশাল জয় দিয়ে এবারের বিপিএল মিশন শুরু করে কুমিল্লা। সে ধারাবাহিতা ধরে রাখতে চায় দাসুন সানাকার দল। অপরদিকে, ঘুরে দাঁড়াতে মরিয়া মাশরাফিরা। 

সিলেট থান্ডার্স একাদশ

রনি তালুকদার, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন, জীবন মেন্ডিস, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, নাজমুল হোসেন মিলন, এবাদত হোসেন, ক্রিসমার সান্টোকি, নাইম হাসান ও নবীন উল হক।

রাজশাহী রয়্যালস একাদশ

হযরতউল্লাহ জাজাই, লিটন দাস, শোয়েব মালিক, অলক কাপালি, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), আফিফ হোসেন, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, আবু জায়েদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি