ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

৯১ রানে অলআউট সিলেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ১৩ ডিসেম্বর ২০১৯

৪১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল সিলেট থান্ডার। সেখান থেকে দলকে টেনে তুলছিলেন মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন। দারুণ খেলছিলেন তারা। বেশ মেলবন্ধন গড়ে উঠেছিল তাদের মধ্যে। কিন্তু ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায় সিলেট। 

বঙ্গবন্ধু বিপিএলের পঞ্চম ম্যাচে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নেন রাজশাহী রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেল। ফলে হোম অব ক্রিকেট মিরপুরে প্রথমে ব্যাট করতে নামে মোসাদ্দেক হোসেন সৈকতের সিলেট।

দলকে শুভসূচনা এনে দেন দুই ওপেনার রনি তালুকদার ও জনসন চার্লস। উদ্বোধনী জুটিতে ৩৫ রান তোলেন তারা। তবে আন্দ্রে রাসেলের এলবিডব্লিউর ফাঁদে পড়ে রনি (১৯) ফিরলে হোঁচট খায় সিলেট। সেই রেশ না কাটতেই এই শিবিরে জোড়া আঘাত হানেন অলক কাপালি। ফিরিয়ে দেন অপর ওপেনার জনসন চার্লস (১৬) ও জীবন মেন্ডিসকে। এতে চাপে পড়ে তারা। শেষ পর্যন্ত ৯১ রানে গুটিয়ে যায় সিলেটের যাত্রা।

এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে রাত ৭টায় ঢাকা প্লাটুনের মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়ার্স। রাজশাহীর কাছে হেরে ব্যাকফুটে থাকা মাশরাফিদের বিপক্ষে ম্যাচেও জয় পেতে চায় কুমিল্লা। 

আসরের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে ১০৫ রানের বিশাল জয় দিয়ে এবারের বিপিএল মিশন শুরু করে কুমিল্লা। সে ধারাবাহিতা ধরে রাখতে চায় দাসুন সানাকার দল। অপরদিকে, ঘুরে দাঁড়াতে মরিয়া মাশরাফিরা। 

সিলেট থান্ডার্স একাদশ

রনি তালুকদার, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন, জীবন মেন্ডিস, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, নাজমুল হোসেন মিলন, এবাদত হোসেন, ক্রিসমার সান্টোকি, নাইম হাসান ও নবীন উল হক।

রাজশাহী রয়্যালস একাদশ

হযরতউল্লাহ জাজাই, লিটন দাস, শোয়েব মালিক, অলক কাপালি, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), আফিফ হোসেন, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, আবু জায়েদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি