ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তামিমের ফিফটিতে ছুটছে প্লাটুন

নাজমুশ শাহাদাৎ

প্রকাশিত : ২০:০৯, ১৩ ডিসেম্বর ২০১৯

ফিফটি উদযাপনে তামিম ইকবাল

ফিফটি উদযাপনে তামিম ইকবাল

Ekushey Television Ltd.

শুরুতেই মুজিব ও রনির শিকার হয়ে বিজয় ও মেহেদি ফিরে গেলে বিপাকে পড়ে ঢাকা। তবে তামিম ইকবালের দায়িত্বশীল ব্যাটে চড়ে জোড়া ধাক্কা সামলে বড় সংগ্রহের লক্ষ্যে ছুটছে ঢাকা প্লাটুন। বিপিএলে ১৭তম ফিফটি পূরণ করে ছুটছেন এই বাঁহাতিও। 

আজ শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়ার্সের মুখোমুখি ঢাকা প্লাটুন। প্রথম ম্যাচে রাজশাহীর কাছে হেরে ব্যাকফুটে থাকা মাশরাফি-তামিমরা আজ কুমিল্লার বিপক্ষে জয় নিয়ে ঘুরে দাঁড়াতে চায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ঢাকার সংগ্রহ ২ উইকেটে ৯৫ রান। ৪০ বলে তিনটি করে ছক্কা-চারে ফিফটি হাঁকানো তামিম ইকবাল ৫৩ রানে এবং লরি ইভান্স ১৭ রানে ক্রিজে আছেন। সৌম্যকে ছক্কা হাঁকানোর পর সিঙ্গেল নিয়ে ফিফটি স্পর্শ করেন তামিম। 

আউট হওয়া এনামুল হক বিজয় শূন্য রানে ফিরলেও মেহেদি হাসান ফেরেন ১২ রান করে। যাতে ২৬ রানেই দুই উইকেট হারায় ঢাকা প্লাটুন।   

এর আগে এদিনও টস নামক ভাগ্য পরীক্ষায় হেরে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পায় প্রতিপক্ষ কুমিল্লার কাছ থেকে। আগের ম্যাচেও টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে তামিম-আফ্রিদিরা। যদিও মাশরাফির ঝড়ে শেষ পর্যন্ত ১৩৪ রানের সংগ্রহ পেয়েছিল তারা। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। 

এদিকে, চলতি আসরের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে ১০৫ রানের বিশাল জয় দিয়ে এবারের বিপিএল মিশন শুরু করে কুমিল্লা। সেই ধারাবাহিতা ধরে রাখতে চায় দাসুন শানাকার দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুদলের মধ্যকার ম্যাচটি শুরু হয় রাত ৭টায়। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি