ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টস হেরে ব্যাট করছে রংপুর 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ১৪ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৪:২৫, ১৪ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু বিপিএলের চতুর্থ দিনের প্রথম ম্যাচে আজ (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে রংপুর রেঞ্জার্স।হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে চট্টগ্রাম। দুপুর দেড়টায় শুরু হয়েছে ম্যাচটি। 

টসে হেরে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৫ ওভারে ৫৪ রান সংগ্রহ করেছে রংপুর রেঞ্জার্স। উইলিয়ামসের বলে বারির হাতে ক্যাচ দিয়ে ৯ রানে সাজঘরে ফেরেন মোহাম্মাদ শাহজাদ। 

ক্রিজে মোহাম্মাদ নাঈম ৩৬ ও টম আবিল ৯ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন। 

দুই ম্যাচে অনুপস্থিত থাকলেও এই ম্যাচ দিয়ে দলে ফিরেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ওই দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রায়াদ এমরিট। আর রংপুরের অধিনায়ক যথারীতি আছেন মোহাম্মদ নবী।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডারকে ৫ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিল চট্টগ্রাম। তবে পরের ম্যাচেই খুলনা টাইগার্সের কাছে ৮ উইকেটে হেরে গেছে তারা।

অন্যদিকে, নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা মোহাম্মাদ নবীরা প্রথম ম্যাচে কুমিল্লাহ ওয়ারিয়ার্সের কাছে বড় ব্যবধানে হেরেছিল। ফলে, এ ম্যাচে জয় পেতে বেশ মরিয়া তারা। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ

আভিশকা ফার্নান্দো, চ্যাডউইক ওয়ালটন, ইমরুল কায়েস, রায়ান বার্ল, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, রুবেল হোসেন, কেসরিক উইলিয়ামস, মুকতার আলি এবং মেহেদি হাসান রানা।

রংপুর রেঞ্জার্স একাদশ
মোহাম্মদ শাহজাদ, মোহাম্মদ নাইম শেখ, জহুরুল ইসলাম, লুইস গ্রেগরি, টম অ্যাবল, নাদিফ চৌধুরী, মোহাম্মদ নবী, মোস্তাফিজুর রহমান, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।

দিনের অন্য ম্যাচে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে ঢাকা প্লাটুনের মুখোমুখি হবে সিলেট থান্ডার। 

এআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি