ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আরব আমিরাতে সপরিবারে সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ১৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা থাকায় ক্রিকেট থেকে দূরে রয়েছেন বাংলাদেশের কৃতি অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই সময় দিচ্ছেন পরিবারকে। স্ত্রী-কন্যাকে নিয়ে উড়াল দিয়েছেন আরব আমিরাতে।

নিষেধাজ্ঞর পূর্বে ব্যস্ত সময় কাটাতে হতো সাকিবকে। পরিবারকে সে রকম সময় দিতে পারতেন না তিনি। কেননা জাতীয় দল ছাড়া সারাবছরই বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লীগে খেলে থাকেন সাকিব। নিষেধাজ্ঞার এক বছরের এই অফুরন্ত সময় কাটাতে স্ত্রী উম্মে আহমেদ শিশির আর আদরের কন্যা আলাইনা হাসান অব্রিকে নিয়ে মধ্যপ্রাচের ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতে গেলেন সাকিব আল হাসান।

গতকাল সোমবার এমিরেটসের একটি ফ্লাইটে স্ত্রী-কন্যাকে নিয়ে আরব আমিরাতের যাওয়ার সময়ে সাকিব পরিবারকে
বিমানবন্দরে বিদায় জানান বিসিবির পক্ষ থেকে লজিস্টিক সাপোর্টার ওয়াসিম খান। 

এর আগে ওমরাহ করা, ভারত যাওয়াসহ নানা জায়গায় ঘুরে এসেছেন সাকিব আল হাসান। এবার গেলেন আরব আমিরাতে।
তবে সেখানে পরিবারকে নিয়ে কয়দিন থাকবেন তা জানা যায়নি। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি