ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ভারতের রাষ্ট্রপতিকে ব্যাট উপহার দিলেন ব্রায়ান লারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ১৭ ডিসেম্বর ২০১৯

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। গতকাল সোমবার   রাষ্ট্রপতি ভবনে গিয়ে তাঁর হাতে নিজের সই করা একটি ব্যাট তুলে দেন ক্রিকেটের রাজপুত্র নামে পরিচিত লারা।

লারার প্রশংসা করে টুইটারে ভারতের রাষ্ট্রপতি লেখেন- ‘কিংবদন্তি এক ক্রিকেটার। কোটি কোটি মানুষের রোল মডেল ব্রায়ান লারা আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটসম্যান। ক্রিকেটে তার অবদান অনস্বীকার্য।’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য এই মুহূর্তে ভারতে রয়েছেন ব্রায়ান লারা। ইতিমধ্যে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় করে নিয়েছে বিরাট কোহলিরা। তবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গত রোববার চেন্নাইয়ে বিরাট কোহলিদের আট উইকেটে হারিছে ক্যারিবিয়ানরা। আগামীকাল বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচ বিশাখাপত্তনমে।

অসংখ্য রেকর্ডের মালিক লারা কোহলির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। সর্বকালের সেরা বাঁ-হাতি ব্যাটসম্যান স্যার গ্যারফিল্ড
সোবার্সকে শীর্ষে রাখলেও কোহলিকে ‘ক্রিকেটের রোনালদো’ বলে অভিহিত করেছেন তিনি। 

এক সাক্ষাৎকারে লারা বলেছেন, ‘কোহলি তার দক্ষতা দিয়ে ব্যাটিংকে যে উচ্চতায় নিয়ে গেছে তাতে ওর প্রতি শ্রদ্ধা কয়েকগুণ বেড়ে গেছে।’

লারা আরও বলেন, ‘কোহলির দক্ষতা ও পরিশ্রমের পাশাপাশি দায়বদ্ধতা ওর সাফল্যে আলাদা মাত্রা যোগ করেছে। আমার মনে হয় না রাহুল কিংবা রোহিতের চেয়ে কোহলি বেশি প্রতিভাবান, কিন্তু দায়বদ্ধতার কারণে ও বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে। ওকে আমার কাছে ক্রিকেটের ক্রিস্টিয়ানো রোনালদো মনে হয়।’

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি