ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চার উইকেট হারিয়ে ধুঁকছে সিলেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ১৭ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৯:২৯, ১৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট থান্ডার্সের মুখোমুখি হয়েছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলে মোসাদ্দেকের দল। পরবর্তীতে আরও দুই উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছে সিলেট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে সিলেটের সংগ্রহ ৪ উইকেটে ৬৯ রান। ক্রিজে আছেন জনসন চার্লস ৩ রানে ও মোসাদ্দেক হোসেন শূন্য রানে।

আন্দ্রে ফ্লেচার ৩৮ রানে এবং মোহাম্মদ মিঠুন ১৫ রান করে আউট হন। আউট হওয়া অপর দুই ব্যাটসম্যান হলেন- রনি তালুকদার (২) ও শফিকুল্লাহ (৬)। রানা ও রুবেলের শিকার হয়ে এ দুজন ফিরলে ২৩ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে ভাটি অঞ্চলের দলটি। 

এদিকে, নিজেদের তিন ম্যচের তিনটিই হেরেও পয়েন্ট টেবিলে নিচ থেকে দ্বিতীয় অবস্থানে আছে সিলেট। অন্যদিকে তিন ম্যাচের দুটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে চট্টগ্রাম। 

এর আগে, দিনের প্রথম ম্যাচে মুশফিকুর রহীমের ৫১ বলে ৯৬ রানের ইংনিসে ভর করে রাজশাহীকে উড়িয়ে দিয়েছে খুলনা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি