ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুমিল্লাকে ১৮২ রানের টার্গেট দিল রংপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ১৮ ডিসেম্বর ২০১৯

কুমিল্লা ওয়ারিয়র্সকে ১৮২ রানের টার্গেট দিয়েছে রংপুর রেঞ্জার্স। বঙ্গবন্ধু বিপিএলে আজ বুধবার দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮১ রান সংগ্রহ করেছে রংপুর।

দলের পক্ষে ওপেনার মোহাম্মদ শাহজাদ ২১ বলে ব্যক্তিগত অর্ধশত পূরণ করার পর ২৭ বলে ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬১ রান করে আউট হন। ২০ বলে ২৬ রান করেন মোহাম্মদ নবী। অন্যদের মধ্যে ১২ বলে ২১ করেন গ্রেগরি। ১১ বলে ১৫ করেন নাদিফ। ১০ বলে ১৫ করে অপরাজিত থাকেন আরাফাত সানি।

কুমিল্লার বোলারদের মধ্যে মুজিব উর রহমান ২টি, সানজামুল ইসলাম ১টি, আল-আমিন হোসেন ১টি ও সৌম্য সরকার ১টি করে উইকেট শিকার করেন।

রংপুরের এটি তৃতীয় ম্যাচ। এর আগে দুই ম্যাচ খেলে দুইটিতেই তারা হারে। অন্যদিকে কুমিল্লারও এটি তৃতীয় ম্যাচ। এর আগের দুই ম্যাচে তারা একটিতে জয় পায় ও একটিতে হারে। বিপিএলের উদ্বোধনী দিনে রংপুরকে ১০৫ রানে হারিয়েছিল কুমিল্লা।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লা ওয়ারিয়র্স ৭.২ ওভারে ১ উকেট হারিয়ে ৬৭ রান সংগ্রহ করেছে।

সংক্ষিপ্ত স্কোর :
রংপুর রেঞ্জার্স ইনিংস: ১৮১/৮ (২০ ওভার)
(শাহজাদ ৬১, নাঈম শেখ ৮, অ্যাবেল ২৫, আল-আমিন ১, নবী ২৬, গ্রেগরি ২১, নাদিফ ১৫, জহুরুল ০, আরাফাত সানি ১৫*, মোস্তাফিজ ১*; মুজিব উর রহমান, আবু হায়দার ০/৩৯, সানজামুল ১/৩৮, আল-আমিন হোসেন ১/৪৫, শানাকা ০/১৬, সৌম্য ১/১৬)।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি