ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টস হেরে ব্যাট করছে রংপুর রেঞ্জার্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ২০ ডিসেম্বর ২০১৯

চলতি বিপিএলে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল হচ্ছে খুলনা টাইগার্স। অন্যদিকে কোনো ম্যাচই জেতেনি রংপুর রেঞ্জার্স। আজ (শুক্রবার) দিনের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামছে দুই দল।

টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহীম। খুলনার আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমেছে নাইম শেখ, মোস্তাফিজুর রহমানদের রংপুর রেঞ্জার্স।

শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুর রেঞ্জার্সের সংগ্রহ- ৩.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২৪ রান।

খুলনা একাদশ :
মুশফিকুর রহীম, রাইলি রুশো, রবি ফ্রাইলিংক, নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, রহমানউল্লাহ গুরবাজ, মেহেদি হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির ও শহীদুল ইসলাম।

রংপুর একাদশ :
মোহাম্মদ নবী, মোহাম্মদ শাহজাদ, লুইস গ্রেগরি, ক্যামেরন ডেলপোর্ট, মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, নাদিফ চৌধুরী, তাসকিন আহমেদ, ফজলে মাহমুদ রাব্বি ও মুকিদুল ইসলাম মুগ্ধ।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি