ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজও টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত খুলনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ২১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু বিপিএলে আজকের দিনের প্রথম ম্যাচে সিলেট থান্ডার্সের বিপক্ষে টসে জিতেছে খুলনা টাইগার্স। অন্যান্য ম্যাচের মত আজও তারা আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে টানা চার ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং বেঁছে নেয় খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।

আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট থান্ডার্সের সংগ্রহ- ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৬ রান।

সিলেট থান্ডার্স একাদশ :
আন্দ্রে ফ্লেচার, আব্দুল মজিদ, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন ,মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), নাজমুল হোসেন, ক্রিশমার সান্টোকি, মনির হোসেন,  এবাদত হোসেন, সোহাগ গাজী, নাভিন-উল-হক। 

খুলনা টাইগার্স একাদশ :
রাহমানউল্লাহ গুরবাজ, রাইলি রুশো, সাইফ হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক/উইকেটরক্ষক), রবি ফ্রাইলিংক, মেহেদী হাসান মিরাজ, রবি ফ্রাইলিংক, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির, রবিউল হক।  
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি