ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঢাকাকে ১৬১ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ২৩ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৫:৪১, ২৩ ডিসেম্বর ২০১৯

দুই দিন বিরতি দিয়ে মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব। আজ সোমবার রয়েছে দুটি খেলা। প্রথম খেলায় কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি ঢাকা প্লাটুন। অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জেতার পর কুমিল্লার বিপক্ষে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ঢাকা।

শেষ খবর পাওয়া পর্যন্ত- ২০ ওভারে কুমিল্লা সংগ্রহ করেছে ৩ উইকেটে ১৬০ রান।

এখন পর্যন্ত ওয়ারিয়র্স ও প্লাটুনদের পয়েন্ট সমান ৪। দুই দল খেলেছেও সমান ৪ ম্যাচ করে। তবে মাঠের লড়াইয়ে একে অপরকে ছাড় দিতে নারাজ উভয় দল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গ উইকেট কাজে লাগিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় দল দুটি।

নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ৩ ব্যাটসম্যান হারিয়ে চাপে পড়েছিল কুমিল্লা ওয়ারিয়র্স। তবে থেকে গেছেন ভানুকা রাজাপাকশে। দুর্দান্ত খেলছেন তিনি। স্ট্রোকের ফুলঝুরি ছড়িয়ে লড়াকু স্কোর সংগ্রহ করেছে কুমিল্লা।

কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ :
ভানুকা রাজাপাকশে, সৌম্য সরকার, সাব্বির রহমান, ডেভিড মালান, ইয়াসির আলি রাব্বি, দাসুন শানাকা (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), রবিউল ইসলাম রবি, সুমন খান, মুজিব-উর রহমান ও আল -আমিন হোসেন।

ঢাকা প্লাটুন একাদশ :
তামিম ইকবাল, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মুমিনুল হক, জাকের আলী, আসিফ আলী, মেহেদী হাসান, শহীদ আফ্রিদি, শাদাব খান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ওয়াহাব রিয়াজ ও হাসান মাহমুদ।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি