ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টস হেরে ব্যাটিংয়ে খুলনা

নাজমুশ শাহাদাৎ

প্রকাশিত : ১৮:২৩, ২৩ ডিসেম্বর ২০১৯

টস হেরে ব্যাটিংয়ে মুশফিকের খুলনা

টস হেরে ব্যাটিংয়ে মুশফিকের খুলনা

বঙ্গবন্ধু বিপিএলের ১৮তম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি রাজশাহী রয়্যালস। গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে মুশফিক বাহিনীকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রয়্যালস ক্যাপ্টেন আন্দ্রে রাসেল। 

আজ সোমবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এ ম্যাচটি জিতলে চার ম্যাচে তিন জয় নিয়ে খুলনাকে হটিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে যাবে রাজশাহী। আর খুলনা নেমে যাবে চারে। কেননা নেট রান রেটে পিছিয়ে আছে মুশফিকের দল।

অন্যদিকে, টানা তিন ম্যাচ জয়ের পর চতুর্থ ম্যাচে সিলেটের কাছে বিধ্বস্ত হওয়া খুলনা এ ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায়। তাই জয় ভিন্ন ভাবছে না কিছুই। আর এ ম্যাচে জিতলে পাঁচ ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানটি আরও পাকা করবে টাইগার্সরা।  

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি