ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

রয়্যালস তোপে ধুঁকছে খুলনা

নাজমুশ শাহাদাৎ

প্রকাশিত : ১৯:২৪, ২৩ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৯:৩১, ২৩ ডিসেম্বর ২০১৯

৩৫ রান করে ফিরছেন রুশো

৩৫ রান করে ফিরছেন রুশো

টানা তিন ম্যাচ জিতে অপ্রতিরোধ্য হয়ে ওঠা খুলনা নিজেদের চতুর্থ ম্যাচে সিলেটের কাছে বাজেভাবে হেরেই যেন খেই হারিয়ে ফেলেছে। রাজশাহীর বিপক্ষে তাদের ব্যাটিং যেন সেটাই প্রমাণ করছে। রাসেল-রাব্বিদের তোপের মুখে পড়ে শুরুতেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে খুলনার সংগ্রহ ৫ উইকেটে ৭৬ রান। ক্রিজে আছেন শামসুর রহমান শুভ ২১ রানে এবং রবি ফ্রাইলিঙ্ক ৮ রানে।  

বঙ্গবন্ধু বিপিএলের ১৮তম ম্যাচে রাজশাহী রয়্যালসের মুখোমুখি খুলনা টাইগার্স। গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে মুশফিক বাহিনীকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রয়্যালস ক্যাপ্টেন আন্দ্রে রাসেল। 

ব্যাট করতে নেমে একে একে সাজঘরে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ (৪), মেহেদী হাসান মিরাজ (০), মুশফিকুর রহিম (১) ও নাজমুল হোসাইন শান্ত (০)। এর মধ্যে প্রথম দু'জনকে প্রথম ওভারেই তুলে নেন রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল। আর পরের দু'জনেকও নিজের প্রথম ওভারে (দলীয় পঞ্চম ওভার) সাজঘরে ফেরান কামরুল ইসলাম রাব্বি। 

এই দুই পেসারের তোপের মুখে পড়ে দলীয় ৩০ রানেই চার টপ অর্ডারকে হারিয়ে বিপাকেই পড়ে খুলনা টাইগার্স। এদিন রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে মেহেদী মিরাজকে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামিয়েও সাফল্য পায়নি খুলনা। অন্যদিকে, ওপেনিং থেকে পাঁচে ব্যাট করতে নেমেও ব্যর্থ হন শান্ত।  

আর গত দুই ম্যাচে যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না দলের অধিনায়ক ও ব্যাটিং ভরসা মুশফিকুর রহিমকেও। প্রথম ম্যাচে অপরাজিত ২৮, দ্বিতীয় ম্যাচে অবিস্মরণীয় ৯৬, তৃতীয় ম্যাচে অপরাজিত ১৭ রান করার পর চতুর্থ ম্যাচে ১২ রানে এবং আজকের ম্যাচে ১২ বলে মাত্র ১ রান করে দৃষ্টিকটুভাবে আউট হয়ে ফেরাটা যেন মেনে নিতে পারছে না কেউই। 

তবে অন্যরা ব্যর্থ হলেও নিজের ধারাবাহিকতা ঠিকই বজায় রেখেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো। এখন পর্যন্ত ১২৯.৫০ গড়ে ২৫৯ রান করে উঠে গেছেন এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে। যদিও এদিন তিনি আউট হয়েছেন ৩৫ রান করে। তার ২৪ বলের ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কার মার। 

এদিকে, আজ সোমবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এ ম্যাচে জিতলে চার ম্যাচে তিন জয় নিয়ে খুলনাকে হটিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে যাবে রাজশাহী। আর খুলনা নেমে যাবে চারে। কেননা নেট রান রেটে পিছিয়ে আছে মুশফিকের দল।

অন্যদিকে, টানা তিন ম্যাচ জয়ের পর চতুর্থ ম্যাচে সিলেটের কাছে বিধ্বস্ত হওয়া খুলনা এ ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায়। তাই জয় ভিন্ন ভাবছে না কিছুই। আর এ ম্যাচে জিতলে পাঁচ ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানটি আরও পাকা করবে টাইগার্সরা।  

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি