ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডের সূচি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ২৪ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৩:০১, ২৪ ডিসেম্বর ২০১৯

আগামী বছরের মে মাসে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড। সফরকারীদের বিপক্ষে একটি টেস্ট খেলার কথা ছিল, তার পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ভাবছে আয়ারল্যান্ড। 

ক্রিকেট আয়ারল্যান্ডের ওয়েবসাইটে জানানো হয়েছে, টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে ১৪ মে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১৬ ও ১৯ মে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে স্টরমন্টে।

প্রসঙ্গত, আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ দলের একটি টেস্ট খেলার কথা ছিল। কিন্তু আর্থিক সমস্যার কারণে সেটি বাতিলের ঘোষণা দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। এর পরিবর্তে বাংলাদেশের সঙ্গে চার ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহী তারা।

তবে টি-টোয়েন্টির চারটি ম্যাচই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। কারণ এই সময়ে নিজেদের আন্তর্জাতিক ভেন্যুগুলোর সংস্কার করবে আয়ারল্যান্ড। এই কারণে টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করা হয়নি। তবে মে মাসের শেষ দুই সপ্তাহে এই সিরিজটি হত পারে।

নতুন বছরে বাংলাদেশ ছাড়াও নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আয়ারল্যান্ড। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে খেলবে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি