ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকাকে ১৭৫ রানের টার্গেট দিয়েছে সিলেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ২৪ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৫:১৫, ২৪ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু বিপিএল চট্টগ্রাম পর্বের শেষ দিনে আজও হবে দুই ম্যাচ। আজ মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের মুখোমুখি সিলেট থান্ডার। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলবে রাজশাহী রয়্যালস।

দিনের শুরুতে ঢাকার বিপক্ষে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক মোসাদ্দেক  হোসেন সৈকত।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে সিলেট। ফলে ঢাকার টার্গেট ১৭৫ রান।

এ আসরে ঢাকা প্লাটুন এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে তিনটি জয় পেয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। জয়ের মধ্য দিয়ে চতুর্থ জয় তুলে নিতে চায় মাশরাফি বাহিনী।
চলতি আসরটা মোটেও ভালো যাচ্ছে না সিলেটের। পাঁচ ম্যাচ খেলে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে মোসাদ্দেকের দল। চট্টগ্রামে নিজেদের শেষ ম্যাচটা রাঙাতে চায় মোহাম্মদ মিঠুন-সোহাগ গাজীরা।

সিলেট থান্ডার :
আবদুল মজিদ, আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ মিঠুন, জনসন চার্লস, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), নাজমুল হোসেন মিলন, শেরফানে র‌্যাদারফোর্ড, সোহাগ গাজী, ক্রিসমার সান্টোকি, নাজমুল ইসলাম এবাদত হোসেন।

ঢাকা প্লাটুন :
তামিম ইকবাল, এনামুল হক, মেহেদী হাসান, মুমিনুল হক, জাকের আলী, আসিফ আলী, শহিদ আফ্রিদি, শাদাব খান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ওয়াহাব রিয়াজ, হাসান মাহমুদ।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি