ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খেলোয়াড়দের বেশি বেতন দেয় বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২৪ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ক্লাবের মূল খেলোয়াড়দের বেতন দেয়ার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

গ্লোবাল স্পোর্টস স্যালারিজের ওপর হওয়া এক সমীক্ষায় কাতালন দলটির পরেই আছে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

এ বছর তালিকার সেরা দশটির মধ্যে ৭টিই দখল করে নিয়েছে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল ক্লাবগুলো। ১২টি দেশের ১৮টি শীর্ষ লিগের ৩৫০টি ক্লাবের মূল দল পরিচালনার খরচের ওপর জরিপ করে স্পোর্টস ইন্টিলিজেন্স।

এ বছর বার্সেলোনার গড় খরচ ৯৮ লাখ পাউন্ড। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের গড় খরচ ৮৯ লাখ পাউন্ড। তিনে আছে ইতালির জুভেন্টাস। এরপর ত্রয়োদশ স্থানে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি