ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

খেলোয়াড়দের বেশি বেতন দেয় বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২৪ ডিসেম্বর ২০১৯

ক্লাবের মূল খেলোয়াড়দের বেতন দেয়ার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

গ্লোবাল স্পোর্টস স্যালারিজের ওপর হওয়া এক সমীক্ষায় কাতালন দলটির পরেই আছে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

এ বছর তালিকার সেরা দশটির মধ্যে ৭টিই দখল করে নিয়েছে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল ক্লাবগুলো। ১২টি দেশের ১৮টি শীর্ষ লিগের ৩৫০টি ক্লাবের মূল দল পরিচালনার খরচের ওপর জরিপ করে স্পোর্টস ইন্টিলিজেন্স।

এ বছর বার্সেলোনার গড় খরচ ৯৮ লাখ পাউন্ড। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের গড় খরচ ৮৯ লাখ পাউন্ড। তিনে আছে ইতালির জুভেন্টাস। এরপর ত্রয়োদশ স্থানে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি