মালানের সেঞ্চুরিতে রাজশাহীর লক্ষ্য ১৭১
প্রকাশিত : ২১:৫০, ২৪ ডিসেম্বর ২০১৯
বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় সেঞ্চুরিম্যান ডেভিড মালান
কুমিল্লা ওয়ারিয়ার্স ও রাজশাহী রয়্যালসের মধ্যকার ম্যাচটি দিয়েই বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রামে পর্বের উৎসব শেষ হচ্ছে আজ। যে ম্যাচে বন্দর নগরীর দর্শকদের দারুণ বিনোদিত করলেন ডেভিড মালান। বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন কুমিল্লার এ ওপেনার। যাতে বেশ শক্ত সংগ্রহই পেয়েছে কুমিল্লা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান তুলেছে কুমিল্লা। কুমিল্লার ইনিংসটি বলতে গেলে একাই টেনেছেন মালান।
জবাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে রাজশাহী। আফিফ হোসাইন ৭৬ রানে আউট হন। রবি বোপারা ২২ রানে ক্রিজে আছেন।
এর আগে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় কুমিল্লা। কিন্তু একপ্রান্তে অবিচল ছিলেন ডেভিড মালান। ৫৪ বল খেলে ৯ চার ও ৫ ছয়ে শেষ পর্যন্ত ঠিক ১০০ রানে অপরাজিত থাকেন ইংলিশ এই বাঁহাতি ক্রিকেটার। এছাড়া ২২ বলে ২০ রান করা সৌম্য সরকারই কুমিল্লার দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার।
মালানের দিনে রাজশাহীর হয়ে দারুণ বোলিং করেছেন আন্দ্রে রাসেল ও মোহাম্মদ ইরফান। চার ওভারে ২৩ রান খরচায় ২ উইকেট তুলে নিয়েছেন পাকিস্তানি পেসার ইরফান। আর ২৬ রানে দুই উইকেট নিয়েছেন রাজশাহীর অধিনায়ক।
এনএস/