ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধু বিপিএল

চট্টগ্রামে বিদায়ের সুর, শীর্ষে ও তলানিতে যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৬, ২৪ ডিসেম্বর ২০১৯

শীর্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

শীর্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

চলমান বঙ্গবন্ধু বিপিএলের ঢাকায় প্রথম পর্বের পর চট্টগ্রাম পর্বও শেষ হলো আজ। আর বন্দর নগরীকে বিদায় জানানোর মধ্যদিয়েই অনুষ্ঠিত হয়ে গেছে চলতি আসরের ২০টি ম্যাচ। গ্রুপ পর্বে বাকী রয়েছে আরও ২২টি ম্যাচ। যে ম্যাচগুলো হবে ঢাকা ও সিলেটে।

বিপিএলের এবারের বিশেষ আসরটি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মোট তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামে আজকের দুটি ম্যাচ শেষে এখন শুরু হবে ঢাকার দ্বিতীয় পর্ব। এরপর সিলেটে ছয়টি ম্যাচ শেষে বিপিএল আবারও ফিরবে ঢাকায়। হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ঢাকার তৃতীয় ও শেষ পর্ব।

এদিকে, এখন পর্যন্ত হওয়া ২০টি ম্যাচ শেষে বঙ্গবন্ধু বিপিএলে সাতটি দলের মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। তবে তারা ম্যাচও খেলেছে অন্যদের থেকে বেশি। সাত ম্যাচে পাঁচটিতে জয় ও দুটিতে হার তাদের।

অপরদিকে, রাজশাহী রয়্যালস টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। চার ম্যাচে জয় পেয়েছে তারা, হেরেছে মাত্র একটিতে।
 
অন্যদিকে, ছয় ম্যাচ খেলে সমান সংখ্যক পয়েন্ট নিয়েও রাজশাহীর পরেই অবস্থান করছে ঢাকা প্লাটুন। রান রেটে পিছিয়ে পড়েছে মাশরাফির দল। ছয় ম্যাচে তাদের জয় চারটিতে, আর পরাজয় দুটিতে।

এদিকে, দুর্দান্ত শুরু করেও দুই নম্বর থেকে চারে নেমে গেছে খুলনা টাইগার্স। টানা তিন জয়ের পর মুশফিকের দল হেরেছে টানা দুই ম্যাচেই। 

এই চার দল ছাড়া এবারের আসরে ছয় ম্যাচে চারটি হার ও দুই জয়ে চার পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ওয়ারিয়র্স। সমান সংখ্যক ম্যাচ খেলে ষষ্ঠ স্থানে সিলেট থাণ্ডার এবং পাঁচ ম্যাচ খেলে সপ্তম ও সর্বশেষ স্থানে রয়েছে রংপুর রেঞ্জার্স। 

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা এ দুটি দলই টানা চারটি হারের পর নিজেদের পঞ্চম ম্যাচে এসে জয়ের স্বাদ পেয়েছে। তবে আজ সর্বশেষে ম্যাচেও ঢাকার কাছে হেরেছে সিলেট। ছয় ম্যাচে তাদের পরাজয় রংপুরের চেয়ে একটি বেশি হলেও রান রেটে এগিয়ে থাকার ফলে তলানির উপরেই থেকে গেছে সিলেট।  

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি