ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আফিফ ঝড়ে ম্লান মালানের সেঞ্চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৫, ২৪ ডিসেম্বর ২০১৯

আফিফ হোসাইন

আফিফ হোসাইন

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ দিনে দর্শকদের বেশ ভালোই বিনোদন দিয়েছেন ডেভিড মালান। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে বিপিএলের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন কুমিল্লা ওয়ারিয়র্সের এ ব্যাটসম্যান। তারপরও হয়তো আক্ষেপে পুড়লেন ইংলিশ ব্যাটসম্যান! কারণ তার সেঞ্চুরিতেও যে পরাজয় এড়াতে পারল কুমিল্লা।

ওপেনিংয়ে নেমে রাজশাহী রয়্যালসের আফিফ হোসেন ধ্রুব ও আন্দ্রে রাসেল শেষ দিকে ঝড় তুলে হতাশ করেছেন মলানকে। যাতে শেষ পর্যন্ত ১৩ বল হাতে রেখে সাত উইকেটে ম্যাচ জিতেছে রাজশাহী। এই জয়ে ঢাকা প্লাটুনকে পেছনে ফেলে আবারও পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে বসলো পদ্মাপাড়ের দলটি।

এদিন ১৭০ রানের জবাব দিতে নেমে রাজশাহীর শুরুটা হয়েছিল উড়ন্ত। লিটন কুমার দাস গত কয়েক ম্যাচের মতোই দারুণ ব্যাটিং করেছেন। মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে নেমে আফিফ হোসেন ধ্রুবই রাজশাহীকে বেশি টানলেন। ৫৩ বলে খেলে আটটি চার ও দুই ছয়ে ৭৬ রান করেন আফিফ।

আফিফ ফেরার পর মাঠে নেমে সাত বলেই ম্যাচের ফল চূড়ান্ত করে ফেলেন আন্দ্রে রাসেল। মাত্র ৭ বল খেলে তিন চার ও এক ছয়ে ২০ রান করে অপরাজিত থাকেন ক্যারিবীয়ান তারকা। সঙ্গে রবি বোপারা অপরাজিত ছিলেন ২৩ বলে চারটি চার ও একটি ছয়ে ৪১ রান করে। আর লিটন দাস আউট হন ১৯ বলে ২৭ রান করে।

এর আগে ডেভিড মালানের দারুণ এক সেঞ্চুরিতে প্রথমে ব্যাটিং করে ১৭০ রানের শক্ত পুঁজি গড়ে কুমিল্লা ওয়ারিয়ার্স। কুমিল্লার ইনিংসটি আজ বলতে গেলে একাই টেনেছেন মালান। প্রথমে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলটি। কিন্তু একপ্রান্তে অবিচল থেকে ৫৪ বল খেলে নয়টি চার ও পাঁচটি ছক্কায় শেষ পর্যন্ত ঠিক ১০০ রানে অপরাজিত থাকেন মালান। 

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। তার ২২ বলের ইনিংসে একটি করে ছক্কা ও চারের মার। 

মালানের দিনে রাজশাহীর হয়ে চার ওভারে ২৩ রান খরচায় ২ উইকেট তুলে নিয়েছেন পাকিস্তানি পেসার ইরফান। আর আন্দ্রে রাসেল ২৬ রানে নিয়েছেন দুই উইকেট।

বিপিএলের পরবর্তী ম্যাচ:
প্রথম ম্যাচ: ঢাকা প্লাটুন বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দুপুর ২টায়। 

দ্বিতীয় ম্যাচ: খুলনা টাইগার্স বনাম রংপুর রেঞ্জার্স, সন্ধ্যা ৭টায়। 

দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি