ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এশিয়ান হকি ফেডারেশনের কমিটিতে ৭ বাংলাদেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ২৫ ডিসেম্বর ২০১৯

এশিয়ান হকি ফেডারেশনের বিভিন্ন সাব-কমিটিতে জায়গা পেয়েছেন ৭ বাংলাদেশি। এই প্রথম বাংলাদেশ থেকে এত বেশি সংখ্যক সংগঠক বিভিন্ন কমিটিতে জায়গা পেলেন।

মঙ্গলবার কুয়ালালামপুরে হয়েছে এশিয়ান হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা। এ সভায় ৭ বাংলাদেশিকে বিভিন্ন দায়িত্ব প্রদান করা হয়।

কাওসার আলী আছেন এএইচএফ গভরনেন্স প্যানেলে, জাহিদ হোসেন রাজু-অ্যাথলেটস প্যানেলে, টুটুল কুমার নাগ- কম্পিটিশন্স কমিটি, মাকসুদুর রহমান-আম্পায়ারিং কমিটি, মামুন উর রশীদ-ডেভেলপমেন্ট ও এনগেজমেন্ট কমিটি, তারিক উজ জামান নান্নু-এএইচএফ রাজা আশমান শাহ হকি একাডেমি কমিটি এবং আলমগীর আলম পেয়েছেন মাস্টার্স হকি প্যানেলে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি