ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মুশফিক ঝড়ে ছুটছে খুলনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ২৭ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ২০:৩০, ২৭ ডিসেম্বর ২০১৯

মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

আজ (শুক্রবার) থেকে বঙ্গবন্ধু বিপিএলে শুরু হয়ে গেছে ঢাকার দ্বিতীয় পর্ব। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি খুলনা টাইগার্স ও রংপুর রেঞ্জার্স। যে ম্যাচে উড়ন্ত সূচনা করেও মুস্তাফিজের তোপে ২৩ রানেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে খুলনা। তবে অধিনায়কের ব্যাটে ছুটছে বড় লক্ষ্যে। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করেছে খুলনা। ৪১ বলে ফিফটি তুলে নিয়ে মুশফিকুর রহিম ৫২ রানে এবং নজিবুল্লাহ জাদরান ২২ রানে ক্রিজে আছেন। নাজমুল হোসাইন শান্ত আউট হন ২২ বলে ৩০ রান করে।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নামে মুশফিকের দল। ওপেনার হিসেবে শান্তর সঙ্গে নেমে শুরুতেই ঝড় তোলেন মিরাজ। কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ১০ বলেই তুলে ফেলেন ২৩ রান। কিন্তু এরপরেই মুস্তাফিজের তোপের মুখে পড়ে খুলনা।

আগের ম্যাচেই স্বরুপে ফেরা টাইগার তারকার কাটারে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। ৭ বলে তিন চারে ১২ করে আউট হন মিরাজ। তার ফেরার পরের বলেই মুস্তাফিজের দ্বিতীয় শিকার হন খুলনার পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক রাইলি রুশো। এবারের আসরে প্রথমবারের মতো কোনও রান না করেই ওয়াটসনের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় এই প্রোটিয়াকে। যাতে ২৩ রানেই দ্বিতীয় উইকেট হারায় খুলনা।

এরপর শান্তর সঙ্গে ২২ রান যোগ করে রংপুরের আগের ম্যাচের নায়ক গ্রেগরির শিকার হন চারে নামা শামসুর রহমান। ফেরার সময় তার নামের পাশে যুক্ত হয় ১২ বলে ১৩ রান। একটি করে ছক্কা ও চার হাঁকান তিনি। যাতে ৪৫ রানে তৃতীয় উইকেট হারায় খুলনা। আর শান্তের আউটের মধ্যেদিয়ে ৮৪ রানের হারায় চতুর্থ উইকেট।

এদিকে, আজকের এ ম্যাচ দিয়ে আবারও জয়ের ধারায় ফিরতে চায় মুশফিকের খুলনা। অন্যদিকে চট্টগ্রামের মাটিতে প্রথম জয়ের স্বাদ নেয়া রংপুর এবার ঢাকায় নিতে চায় তাদের প্রথম জয়ের স্বাদ। আজ দলটির পক্ষে মাঠে নেমেছেন শেন ওয়াটসন। নেতৃত্বও দিচ্ছেন এই অজি তারকা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি