ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

আবারও গ্লোব সকার পুরস্কার রোনালদোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ৩০ ডিসেম্বর ২০১৯

দুবাই গ্লোব সকারের সেরা খেলোয়াড় হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ ট্রফি। আর নারী ফুটবলাদের মধ্যে ট্রফি জিতেছেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ।

রোববার জমকালো এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দুবাইয়ে পুরস্কার তুলে দেওয়া হয়।

গত মৌসুমে জুভেন্টাসের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছিলেন রোনালদো। জাতীয় দলের হয়েও উজ্জ্বল ছিলেন তারকা ফুটবলার। তার নেতৃত্বেই উয়েফা নেশন্স লীগের উদ্বোধনী আসরের শিরোপা নিজেদের করে নেয় পর্তুগাল। গত মৌসুমে সর্বমোট ৩৯টি গোলও করেন এই তারকা।

সব দিক বিবেচনায় রোনালদোকেই সেরার স্বীকৃতি হিসেবে মনোনীত করা হয়। এর আগে ২০১৬, ২০১৭, এবং ২০১৮ সালে টানা তিনবার বর্ষসেরা মনোনীত হয়েছিলেন রোনালদো।

এদিকে, ২০১৮-২০১৯ দারুণ মৌসুমের জন্য তিনটি ট্রফিই গিয়েছে লিভারপুলে। সেরা ক্লাব, সেরা ম্যানেজার- জুর্গেন ক্লাব ও সেরা গোলরক্ষক হিসেবে পেয়েছেন অ্যালিসন বেকার।

সেরা আরব খেলোয়াড় হিসেবে ট্রফি জিতেছেন আল নাসেরের ফরোয়ার্ড অ্যাডেরাজাক হামদাল্লাহ। সেরা ইয়ং আরব খেলোয়াড়ের ট্রফি উঠেছে বরুশিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার আছরাফ হাকিমির হাতে। সেরা রেফারি হিসেবে আছেন ফ্রান্সের স্টেফানি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি