ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঝড় তুলেই ফিরলেন মেহেদী

নাজমুশ শাহাদাৎ

প্রকাশিত : ১৯:৩৪, ৩০ ডিসেম্বর ২০১৯

ঢাকা-রাজশাহীর মধ্যকার ম্যাচের একটি মুহূর্ত

ঢাকা-রাজশাহীর মধ্যকার ম্যাচের একটি মুহূর্ত

Ekushey Television Ltd.

আজ (৩০ ডিসেম্বর) সোমবার দ্বিতীয় ম্যাচে ঢাকা প্লাটুনের মুখোমুখি হয়েছে রাজশাহী রয়ালস। গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে তামিমদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে রাজশাহী। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া এ ম্যাচে শুরুতেই আঘাত হেনে ঢাকাকে ধাক্কা দিয়েছে রয়্যালসরা। যেখানে ঝড় তুলেই ফিরেছেন মেহেদী হাসান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ঢাকার সংগ্রহ ৩ উইকেটে ৮৩ রান। তামিম ইকবাল ৩৫ রানে এবং আরিফুল হক ৬ রানে ক্রিজে আছেন।

এনামুল হক ১০ রান করে এবং লুইস রিস ৯ রানে আউট হন। এরপর ক্রিজে এসে আগের দুই ম্যাচের মতই ঝড় তোলো শুরু করেন মেহেদী হাসান। তবে এদিন দ্রুতই সেই মেহেদী ঝড় থামিয়ে দেন রবি বোপারা। দশম ওভারের চতুর্থ বলটি ফুলটস পেয়ে স্কয়ার লেগের উপর দিয়ে গ্যালারিতে পাঠান মেহেদী। পরের বলেই কাভারের উপর দিয়ে হাঁকাতে গিয়ে ধরা পড়েন ডীপ কাভারে। ফলে মেহেদী ঝড় থেমে যায় অল্পতেই।

ফেরার সময় ১১ বলে দুই ছক্কা আর এক চারে ২১ রান করেন মেহেদী। যাতে ৭২ রানে তৃতীয় উইকেট হারায় ঢাকা প্লাটুন। এর আগে এনামুল আর রিসের আউটে ৩৫ রানেই দুই উইকেট হারিয়ে বসে মাশরাফির দল। 

ইতোমধ্যে নিজেদের খেলা ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় তুলে নিয়ে বিপিএল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রাজশাহী। ঢাকা এতটা ভালো করতে না পারলেও সাত ম্যাচের চারটিতে জিতে অবস্থান করছে পয়েন্ট টেবিলের চারে। 

এদিনের প্রথম ম্যাচেসিলেট থান্ডার্সকে সাত উইকেটে হারিয়েছে রংপুর রেঞ্জার্স। এই জয়ে সিলেটকে তলানিতে ঠেলে ষষ্ঠ স্থান অধিকার করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি