ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকায় আসছেন ম্যারাডোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ৩১ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১০:৫৩, ১ জানুয়ারি ২০২০

দিয়োগো ম্যারাডোনা

দিয়োগো ম্যারাডোনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিবি-বাফুফে সব দেশের বিভিন্ন মহল হাতে নিয়ে নানা কর্মসূচী। এরই অংশ হিসেবে থাকছে নানান চমক। এই চমক হিসেবে এবার ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। 

ম্যারাডোনার ঢাকায় আসার বিষয়টি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

তিনি জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকায় আসবেন ম্যারাডোনা। মুজিববর্ষের নানা পরিকল্পনার অংশ হিসেবেই আসছেন তিনি। তবে ম্যারাডোনা ঠিক কবে নাগাদ আসবেন সেই সময়সূচি এখনও ঠিক হয়নি। তবে সবকিছু ঠিক করে জানিয়ে দেয়া হবে বলেও জানান আবু নাইম।

আগামী ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। এর আগে মুজিববর্ষ উদযাপন কার্যক্রম শুরু হবে আগামী ১০ জানুয়ারি থেকে। আর এ উপলক্ষে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে নানা প্রস্তুতি গ্রহণের কর্মসূচী।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি