ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ভারতের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা শ্রীলঙ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ২ জানুয়ারি ২০২০

নতুন বছরের শুরুতেই ভারত সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এজন্য গতকাল বুধবার লঙ্কান দলে রয়েছে এমন ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। এই দলটির নেতৃত্বে আছেন লাসিথ মালিঙ্গা। তবে সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথুসকেও এই দলে রাখা হয়েছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কা থেকে ভারতের উদ্দেশে রওনা দেবে লঙ্কান ক্রিকেট দল। তবে সিরিজ শুরু হবে ৫ জানুয়ারি।

অ্যাঞ্জেলা ম্যাথুস সর্বশেষ টি-টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তখন তিনিই ছিলেন দলের অধিনায়ক। শ্রীলঙ্কা সেই ম্যাচ তিন উইকেটে জিতলেও ম্যাথুস কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হয়েছিলেন।

শ্রীলঙ্কার ১৬ জনের দলে যারা আছেন: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), দানুষ্কা গুনাথিলকা, অভিষ্কা ফার্নান্ডো, অ্যাঞ্জেলা ম্যাথুস, দাসুন শানাকা, কুশল পেরেরা, নিরোসান ডিকওয়েলা, ধনঞ্জয়া ডি সিলভা, ইসুরু উদানা, ভানুকা রাজাপক্ষ, ওশাদা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারঙ্গা, লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, লক্ষণ সান্দাকান ও কুশান রাজিথা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি