ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নতুন বছরকে যেভাবে স্বাগত জানাল সাকিব-তামিমরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ২ জানুয়ারি ২০২০ | আপডেট: ১১:৫৯, ২ জানুয়ারি ২০২০

পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুনের আগমন। ইংরেজি নববর্ষ ২০২০ সালে পা রাখল বিশ্ব। এ বছর থেকে আবার নতুন একটি দশকও শুরু হচ্ছে। আর নতুন বছরকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকারা। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিব আল হাসান লিখেছেন, ২০২০ সাল আমাদের জন্য একটা নতুন দশকের সূচনা। বিগত বছরের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সামনের দিকে। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।

মুশফিকুর রহিম লিখেছেন, প্রতিটি শেষই একটি নতুনের সূচনা করে। নিজের উদ্দীপনা এবং দৃঢ় সংকল্পকে অবিচ্ছিন্ন রাখুন ও সর্বদা গৌরবময় পথে চলবেন। সাহস, বিশ্বাস এবং প্রচেষ্টার সঙ্গে চলুন, তবে সবই অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আরও এক বছর সুস্থ থাকার জন্য। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নিজের একটি ছবি পোস্ট করে তামিম সংক্ষেপে নতুন বছরকে শুভেচ্ছা জানালেন, হ্যাপি নিউ ইয়ার।

এদিকে জাতীয় দলের আরেক বড় তারকা মাহমুদউল্লাহ রিয়াদ একটি ছবি পোস্ট করেছেন, যেখানে রং পেন্সিল দিয়ে খাতার কাগজে লেখা হ্যাপি নিউ ইয়ার। ক্যাপশনে তিনি লিখেছেন, গত রাতে আমার ছোট্ট ছেলের কাছ থেকে ছোট একটি উপহার।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি