ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রাসেলবিহীন ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে রাজশাহী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৮, ২ জানুয়ারি ২০২০

বিপিএলের সিলেট পর্বে রংপুরের সঙ্গে দ্বিতীয় সাক্ষাতে আবারও রাজশাহীকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন রেঞ্জার্সের দলপতি শেন ওয়াটসন। আগের ম্যাচে চোখের সমস্যার কারণে এ ম্যাচে নেই রাজশাহীর নিয়মিত অধিনায়ক আন্দ্রে রাসেল। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হয়েছে ম্যাচটি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৮ রান করেছে।

এর আগে আসরের সর্বশেষ ম্যাচে ঢাকায় মুখোমুখী হয়েছিল দু’দল। সেখানে রংপুরের কাছে ৪৭ রানে হারে শোয়েব মালিকের দল। 

ওই ম্যাচে রাজশাহী ইনিংসে ব্যাট করতে নেমে চোখে পোকা পড়ায় দেখতে সমস্যার সৃষ্টি হয়েছিল রাসেলের। আজকে ম্যাচ মাঠে গড়ার  আগ পর্যন্ত রাসেলের খেলা নিয়ে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল, অবশেষে তাই হলো। গুরুত্বপূর্ণ এ ম্যাচে তার ঘাটতি পূরণ নিয়ে বেশ চিন্তিত তার দল। 

বিপিলের সিলেট পর্ব উভয় দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ৮ ম্যাচে ৫ জয় নিয়ে চারে থাকা রাজশাহী আজ ঢাকার প্রতিশোধ নিতেই মাঠে নেমেছে। এ ম্যাচে হারলে শেষ চারে ওঠার পথ কষ্টসাধ্য হবে রাজশাহীর। 

অপরদিকে, টানা চার ম্যাচে হারার পর জয় পাওয়া রংপুর সমান ম্যাচ খেলে মাত্র ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে। সবশেষ ম্যাচে আজকের প্রতিপক্ষদের বিপক্ষে জয় পাওয়ায় অনেকটা এগিয়ে থাকবে রংপুর। তবে তাদের জন্য এ ম্যাচসহ আসন্ন প্রতিটি ম্যাচেই ডু অর ডাই। 

এক ম্যাচে হারলেই শেষ চার অনেকটা অনিশ্চিত সাবেক চ্যাম্পিয়নদের। পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় শেন ওয়াটসনকে উড়িয়ে আনা হয় অস্ট্রেলিয়া থেকে। তবে এখন পর্যন্ত নিজের সক্ষমতার প্রমাণ দিতে পারেননি এ অজি তারকা। 

তবে রংপুরের আশার আলো এখনো জিয়ে থাকায় তার দিকে তাকিয়ে আছে রংপুর টিম। সে ধারাবাহিকতায় দলের এ ক্রান্তিকালে আজ নিজেকে মেলে ধরবেন তিনি, এটাই আশা টিম ম্যানেজমেন্টের। 

টসে হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার আফিফ হোসাইন ও লিটন দাস বেশ মারমুখী ভঙ্গিতে আগাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী রয়েলস্যের সংগ্রহ ৪ ওভার শেষে বিনা উইকেটে ৪৯ রান। 

ক্রিজে আফিফ হোসাইন ১৩ বলে ১৮ ও লিটন দাস ১৩ বলে ৩০ রান নিয়ে ব্যাট করছেন। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি