ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

২০২০ সালে বাংলাদেশের ক্রিকেট সূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ২ জানুয়ারি ২০২০

২০২০ সালের বেশিরভাগ সময় ক্রিকেটে ব্যস্ত থাকবে বাংলাদেশ। চলতি মাসে দুই টেস্ট এবং তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা টাইগারদের। তবে সফরটি এখনো নিশ্চিত হয়নি।

এরপর মার্চে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। ওই সফরে এক টেস্ট এবং পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এ সিরিজের পর এক মাস বিরতি পাবেন তামিম-মুশফিকরা। পরে মে মাসে তিন ওয়ানডে এবং চার টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আয়ারল্যান্ড ট্যুরে যাওয়ার কথা রয়েছে তাদের।

এরপর জুনে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। পরের মাস জুলাইয়ে বাংলাদেশ সফরে আসার কথা আছে শ্রীলংকার। ওই সফরে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলবেন লংকানরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজ খেলবে বাংলাদেশ। দেশের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজটি শুরু হবে আগস্টে। এরপর সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।

সেটি পাকিস্তানে হওয়ার কথা। তবে ভারত সেখানে যেতে রাজি না হওয়ায় এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। অক্টোবর থেকে নভেম্বরে অস্ট্রেলিয়ায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এ বছর নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট খেলবে বাংলাদেশ। অর্থাৎ কঠিন পরীক্ষা দিতে হবে টাইগারদের। অথচ এসময়ে তারা পাচ্ছে না দলের নির্ভরযোগ্য সেনানী সাকিব আল হাসানকে। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেন তিনি।

বাংলাদেশের ২০২০ সালের ক্রিকেট সূচি

টুর্নামেন্ট-তারিখ

বাংলাদেশ দলের পাকিস্তান সফর (নিশ্চিত হয়নি)-জানুয়ারি থেকে ফেব্রুয়ারি

জিম্বাবুয়ের বাংলাদেশ সফর (১ টেস্ট, ৫ টি-টোয়েন্টি)-মার্চ

বাংলাদেশের আয়ারল্যান্ড সফর (৩ ওয়ানডে, ৪ টি-টোয়েন্টি)-মে

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর (২ টেস্ট)-জুন

বাংলাদেশের শ্রীলংকা সফর (৩ টেস্ট)-জুলাই থেকে আগস্ট

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর (২ টেস্ট)-আগস্ট থেকে সেপ্টেম্বর

এশিয়া কাপ (টি-টোয়েন্টি)-সেপ্টেম্বর

টি-টোয়েন্টি বিশ্বকাপ (অস্ট্রেলিয়া)-অক্টোবর থেকে নভেম্বর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি