ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রংপুরকে ১৮০ রানের টার্গেট দিল রাজশাহী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ২ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৫:৩৫, ২ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বিপিএলের সিলেট পর্বে রংপুরের সঙ্গে দ্বিতীয় সাক্ষাতে আবারও রাজশাহীকে আগে ব্যাটিংয়ে পাঠায় রেঞ্জার্সের দলপতি শেন ওয়াটসন। আগের ম্যাচে চোখের সমস্যার কারণে এ ম্যাচে নেই রাজশাহীর নিয়মিত অধিনায়ক আন্দ্রে রাসেল। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে রাজশাহী।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। টসে হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার আফিফ হোসাইন ও লিটন দাস বেশ মারমুখী ভঙ্গিতে আগাচ্ছিলেন। কিন্তু ৩২ রান করে সাজঘরে ফেরেন আফিফ আর লিটন করেন ১৯ রান।

শোয়েব মালিক ৩৭ রান করে মোহাম্মদ নবীকে ক্যাচ দিয়ে দেন। আর ইরফান শুক্কুর রানের খাতায় যোগ করেন ২০ রান।

বোপারা হাফ সেঞ্চুরি আর মোহাম্মদ নওয়াজ ১৫ রানে অপরাজিত ছিলেন।  বল হাতে রংপুরের হয়ে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ১টি করে উইকেট গেছে আরাফাত সানি ও নবীর দখলে।

এর আগে আসরের সর্বশেষ ম্যাচে ঢাকায় মুখোমুখী হয়েছিল দু’দল। সেখানে রংপুরের কাছে ৪৭ রানে হারে শোয়েব মালিকের দল।

বিপিলের সিলেট পর্ব উভয় দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ৮ ম্যাচে ৫ জয় নিয়ে চারে থাকা রাজশাহী আজ ঢাকার প্রতিশোধ নিতেই মাঠে নেমেছে। এ ম্যাচে হারলে শেষ চারে ওঠার পথ কষ্টসাধ্য হবে রাজশাহীর।

অপরদিকে, টানা চার ম্যাচে হারার পর জয় পাওয়া রংপুর সমান ম্যাচ খেলে মাত্র ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে। সবশেষ ম্যাচে আজকের প্রতিপক্ষদের বিপক্ষে জয় পাওয়ায় অনেকটা এগিয়ে থাকবে রংপুর। তবে তাদের জন্য এ ম্যাচসহ আসন্ন প্রতিটি ম্যাচেই ডু অর ডাই।

এক ম্যাচে হারলেই শেষ চার অনেকটা অনিশ্চিত সাবেক চ্যাম্পিয়নদের। পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় শেন ওয়াটসনকে উড়িয়ে আনা হয় অস্ট্রেলিয়া থেকে। তবে এখন পর্যন্ত নিজের সক্ষমতার প্রমাণ দিতে পারেননি এ অজি তারকা।

তবে রংপুরের আশার আলো এখনও জিইয়ে থাকায় তার দিকে তাকিয়ে আছে রংপুর টিম। সে ধারাবাহিকতায় দলের এ ক্রান্তিকালে আজ নিজেকে মেলে ধরবেন তিনি, এটাই আশা টিম ম্যানেজমেন্টের।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি