ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ম্যানইউকে হারিয়ে জয়ের ক্ষুধা মেটালো আর্সেনাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ২ জানুয়ারি ২০২০

তিনদিন আগে চেলসির বিপক্ষে ঘরের মাঠেই অনেকটা সময় এগিয়ে থেকে শেষ দিকে দুই গোল খেয়ে ২-১ ব্যবধানে হেরেছিল আর্সেনাল।

কিন্তু এবার আর ভুল করেনি ‘গানার্স’ নামে পরিচিত দলটি। পাঁচ ম্যাচে পয়েন্ট হারানোর পর ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে জয়ের দেখা পেলো তারা।

বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ম্যানইউকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরল স্বাগতিক আর্সেনাল।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল পায় আর্সেনাল। ম্যাচের ৮ম মিনিটে ফরাসি ডিফেন্ডার নিকোলা পেপে দলকে এগিয়ে দেন। এরপর ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাপাস্তাথোপুলস।

বাকি সময়ে আর কোনও গোল না হলে ২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গানাররা। এই জয়ে টেবিলের দশম স্থানে উঠে এলো দলটি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি