ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অবশেষে শীর্ষে ফিরলেন মুস্তাফিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ২ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৭:৩৪, ২ জানুয়ারি ২০২০

মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান

রাজশাহী রয়্যালসের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের বোলিং ফিগার ৪-০-৪১-২। দুই উইকেট পেলেও রান দিয়েছেন ৪১। তবে সর্বশেষ কয়েকটা ম্যাচের মতো আজ রাজশাহীর বিপক্ষেও বেশ ভালই বোলিং করেছেন ফিজ। যদিও ইনসাইড এজ হয়ে বেশ কিছু রান বেড়ে গেছে। রান খরচের এ দিনে বঙ্গবন্ধু বিপিএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারীর আসনে উঠে বসলেন কাটার মাস্টার।

সর্বোচ্চ ১৪ উইকেট নিয়ে এতোদিন চলতি বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারীর আসনে ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তরুণ পেসার মেহেদি হাসান রানা। কিন্তু দুই উইকেট নিয়েই আজ সেই রানাকে ধরে ফেললেন মুস্তাফিজ।

অবশ্য ম্যাচের হিসেবে এগিয়ে আছেন রানাই। চট্টগ্রামের হয়ে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি। আর মুস্তাফিজ ১৪ উইকেট পেলেন আজ নবম ম্যাচ খেলতে নেমে। যেখানে, রানা ওভার প্রতি রান দিয়েছেন ৬.৯২ করে, আর মোস্তাফিজ দিয়েছেন ৬.৮৭ করে।
 
এদিকে, এ পর্যন্ত বঙ্গবন্ধু বিপিএলে সর্বোচ্চ পাঁচ উইকেটশিকারীর মধ্যে চারজনই বাংলাদেশি। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা নিশ্চয়ই একটা তৃপ্তির খবর। যেখানে মুস্তাফিজ, রানার পর সেরা পাঁচে আছেন যথাক্রমে শহিদুল ইসলাম (খুলনা টাইগার্স, ৭ ম্যাচে ১২ উইকেট), সৌম্য সরকার (কুমিল্লা ওয়ারিয়র্স, ৮ ম্যাচে ১১ উইকেট) ও লুইস গ্রেগরি (রংপুর রেঞ্জার্স, ৮ ম্যাচে ১১ উইকেট)। এরপরই ১০ উইকেট নিয়ে আছেন রুবেল হোসাইন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি