বিপিএলে আজ শীর্ষে ওঠার লড়াইয়ে তিন প্রতিপক্ষ
প্রকাশিত : ১২:০৮, ৪ জানুয়ারি ২০২০
বিপিএলে শীর্ষে ওঠার লড়াইয়ে তিন শক্ত প্রতিপক্ষের ম্যাচ দিয়ে চলতি আসরের সিলেট পর্ব শেষ হচ্ছে আজ। আসরের ৩৩ তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টায় শক্তিশালী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স।
দিনের অপরম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে স্বাগতিক সিলেটের বিপক্ষে রাতে মাঠে নামবে শক্তিশালী রাজশাহী রয়্যালস। এ ম্যাচে জয় পেলে আবারও শীর্ষে উঠবে শোয়েব মালিকের দল।
খুলনা টাইগার্সের চেয়ে এক ম্যাচ এগিয়ে থেকে দুপুরে মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চলতি এ আসরে সবশেষ ম্যাচে কুমিল্লার বিপক্ষে নাটকীয় ম্যাচে হেরে শীর্ষস্থান হারিয়েছে তারা। ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে চট্টগ্রাম।
অবশ্য শীর্ষ ও দ্বিতীয় স্থানে জায়গা পাওয়া ঢাকা ও রাজশাহীরও সমান ম্যাচে সমান পয়েন্ট। কিন্তু জয়ের তারতম্যে এগিয়ে তারা।
অপরদিকে, গতকালকের ম্যাচে ঢাকা প্লাটুনের চ্যালেঞ্জিং স্কোরের জবাব দিতে নেমে দারুণ সূচনার ইঙ্গিত দিয়েও টপ অর্ডারদের ব্যর্থতায় হেরেছে খুলনা টাইগার্স। ঢাকার বিপক্ষে জয় না পেলেও চট্টগ্রামর বিপক্ষে জয়ে শীর্ষে ওঠার সুযোগ রয়েছে তাদের সামনে। ৮ ম্যাচে ৫ জয় নিয়ে ১০ পয়েন্ট তাদের।
এদিকে সিলেট পর্বের শেষ ম্যাচে আজ আসরের অন্যতম চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার শক্তিশালী রাজশাহী রয়্যালসের সহজ প্রতিপক্ষ স্বাগতিক সিলেট থান্ডার।
রংপুরের ডু অর ডাই ম্যাচে বড় জয় পায় রাজশাহী। এর মধ্যদিয়ে শীর্ষে উঠেছিল তারা। কিন্তু, খুলনার বিপক্ষে দুর্দান্ত জয় পাওয়ায় আবারও শীর্ষস্থান ধরে রাখে মাশরাফির ঢাকা প্লাটুন।
আসরে একমাত্র জয় নিয়ে সবার তলানিতে থাকা সিলেটের বিপক্ষে সহজ জয়েই মিলবে বলে মনে করা হচ্ছে। এতে করে শীর্ষস্থান পুনরুদ্ধার হতে পারে শোয়েব মালিকদের।
চোখে সমস্যার কারণে আগের ম্যাচে খেলতে না পারলেও, এ ম্যাচে দেখা যেতে পারে আন্দ্রে রাসেলকে। রাত সাড়ে ৬টায় একই মাঠে শুরু হবে ম্যাচটি।
এদিকে, গতকালকের ম্যাচে সিলেট থান্ডারের বিপক্ষে বড় জয় পাওয়ায় শেষ চারে ওঠার আশা জিয়ে রেখেছে সাবেক চ্যাম্পিয়ন রংপুর রেঞ্জার্স। ওয়াটসন ঝড়ের সেই ম্যাচে রোমাঞ্চকর জয়ে জমে উঠেছে পয়েন্ট তালিকার হিসাব।
ওই ম্যাচে জয় পাওয়ায় ১০ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। পয়েন্ট তালিকায় রংপুর এখনো ছয়ে থাকলেও কাগজে-কলমে শেষ চারে ওঠার আশা তাদের টিকে আছে।
এই মুহূর্তে ঢাকা-চট্টগ্রাম ও রাজশাহী সমান ১২ পয়েন্ট নিয়ে আছে সেরা তিনে। চারে থাকা খুলনার পয়েন্ট ১০। আর পাঁচে থাকা কুমিল্লার পয়েন্ট ৮।
টুর্নামেন্টে একমাত্র সিলেটের বিদায় নিশ্চিত। বাকি ছয়টি দলই আছে শেষ চারে ওঠার প্রতিদ্বন্দ্বিতায়। তবে, সিলেটের বিপক্ষে রংপুর হেরে গেলে পয়েন্ট তালিকা এতটা জমে উঠতো না।
রংপুরের সামনে এখনো দুটি ম্যাচ রয়েছে। ৮ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিতব্য দুটি ম্যাচই ঢাকা প্লাটুনের বিপক্ষে। উভয় ম্যাচে রংপুর বড় জয় পেলে শেষ চারে ওঠার সম্ভাবনা রয়েছে তাদের। একইসঙ্গে এই মুহূর্তে শীর্ষ চারে থাকা যেকোনো একটি দল টানা হেরে গেলে কপাল খুলে যাবে রংপুরের।
এআই/